ট্রাক ভর্তি চুল, কোথায় নিয়ে যাচ্ছিল পাচারকারীরা? পুলিশ খবর পেতেই ২জনকে গ্রেফতার

কোটি টাকার চুল ও ভাঙা মোবাইল বোঝাই একটি মিনি ট্রাক হাইজ্যাকের ঘটনায় সাফল্য পেল নাকাশিপাড়া থানার পুলিশ। এই ঘটনায় জড়িত আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলো মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা মো. রনি শেখ এবং মো. কামালউদ্দিন শেখ।
কীভাবে ঘটেছিল ঘটনা?
গত রবিবার সকালে দুষ্কৃতীরা পুলিশের ছদ্মবেশে ধুবুলিয়া এলাকায় একটি চুল ও মোবাইল বোঝাই মিনি ট্রাক হাইজ্যাক করে। এরপর তারা গাড়িটি নাকাশিপাড়ার ভোলাডাঙায় নিয়ে গিয়ে কিছু চুল খালাস করে এবং বাকি সামগ্রী সহ ট্রাকটি ধুবুলিয়ার টিবি হাসপাতালের পরিত্যক্ত জায়গায় লুকিয়ে রাখে। এই কাজে তাদের সহযোগিতা করেছিল ধুবুলিয়া থানার সিভিক ভলান্টিয়ার মোশারফ হালসোনা।
তদন্ত ও গ্রেফতার
পুলিশ তদন্ত শুরু করে প্রথমে সেই ইঞ্জিন ভ্যানের চালক ছয়রুদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে, যার মাধ্যমে পাঁচটি বস্তা খালি করা হয়েছিল। ছয়রুদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে হাসিবুল শেখ এবং মোশারফ হালসোনাকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে সোমবার রাতে মো. রনি শেখ এবং মো. কামালউদ্দিন শেখকে গ্রেফতার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ২৯ বস্তা চুল, ১৭ বস্তা ভাঙা মোবাইল এবং হাইজ্যাক হওয়া মিনি ট্রাকটি উদ্ধার করেছে। পুলিশ এখন এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে।