ননদের সঙ্গে স্বামীর প্রেম! জানতে পারল স্ত্রী, তারপর যা হলো…? জানলে শিউরে উঠবেন

ননদের সঙ্গে স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রী-কে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার সালকিয়া বাবুডাঙ্গা এলাকায়। রিয়া হাজরা নামে ওই গৃহবধূ তার স্বামী শুভজিৎ হাজরার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন। মারধরের এই নৃশংস দৃশ্য সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এবং এই ফুটেজ থেকে পরিবারের ওপর নেমে এসেছে এক চরম আতঙ্ক।

অবৈধ সম্পর্কের প্রতিবাদে মারধর
বরানগরের বাসিন্দা রিয়া হাজরার সঙ্গে দু’বছর আগে হাওড়ার শুভজিৎ হাজরার বিয়ে হয়। বিয়ের পর রিয়া জানতে পারেন যে, তার স্বামী শুভজিৎ তার দিদির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। রিয়া এই সম্পর্কের প্রতিবাদ জানালে তার ওপর শুরু হয় অকথ্য শারীরিক ও মানসিক অত্যাচার। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, শুভজিৎ তার স্ত্রীকে মাটিতে ফেলে নৃশংসভাবে মারধর করছে। এই সময় শ্বশুর-শাশুড়ি সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকলেও কেউ তাকে আটকানোর চেষ্টা করেনি।

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
এই ঘটনার পর রিয়া হাজরা এবং তার পরিবার মালিপাঁচঘরা থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু অভিযোগ উঠেছে যে, স্বামী শুভজিৎ প্রভাবশালী হওয়ায় পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। এই অভিযোগের পরও শুভজিৎ রিয়ার বরানগরের বাড়িতে গিয়ে তার বাবাকেও মারধর করে। বর্তমানে রিয়া ও তার পরিবার ভয়ে গৃহবন্দী হয়ে আছেন। রিয়ার পরিবার এই ঘটনার সঙ্গে জড়িত সকলের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে।