‘পরম সুন্দরী’র প্রচারে জাহ্নবী-সিদ্ধার্থ, নজর কাড়লো পর্দার বাইরেও তাদের রসায়ন! দেখুন ভিডিও

অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার আসন্ন সিনেমা ‘পরম সুন্দরী’ মুক্তির অপেক্ষায়। বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন এই দুই তারকা। সিনেমার প্রচারে সম্প্রতি এক ভিন্ন লুকে ক্যামেরার সামনে ধরা দিলেন সিদ্ধার্থ মালহোত্রা। বাবা হওয়ার পর থেকে তাঁর গ্ল্যামার যেন আরও বেড়েছে। অন্যদিকে, জাহ্নবী কাপুরকেও দেখা যায় গোলাপি রঙের চুড়িদার পরে তাঁর সহ-অভিনেতার সঙ্গে হাজির হতে।
পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করলেও পর্দার বাইরেও সিদ্ধার্থ ও জাহ্নবীর রসায়ন যে অব্যাহত, তা তাঁদের সাম্প্রতিক ভিডিও থেকেই স্পষ্ট। সিনেমার প্রচারের সময় তাঁদের সাবলীলতা এবং একে অপরের প্রতি উষ্ণ আচরণ দর্শকদের নজর কেড়েছে। এই প্রথম এই দুই তারকা একসঙ্গে কোনো সিনেমায় স্ক্রিন শেয়ার করছেন।
দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন জুটিকে বড় পর্দায় দেখার জন্য। তাঁদের এই রসায়ন যে দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ আরও বাড়িয়ে তুলবে, তা বলাই যায়। ‘পরম সুন্দরী’ ছবিটি তাঁদের ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
View this post on Instagram