নৈহাটির বড়মার মন্দিরে একসাথে পুজো দিলেন দেব-শুভশ্রী! রং মিলিয়ে পড়লেন পোশাক

দীর্ঘ দশ বছর পর দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তির আগে আবারও এক ফ্রেমে ধরা দিলেন এই জনপ্রিয় জুটি। বুধবার তাঁরা নৈহাটির বিখ্যাত বড়মা কালী মন্দিরে একসঙ্গে পুজো দিতে হাজির হন। তাঁদের এই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

‘ধূমকেতু’ ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে এমনিতেই উন্মাদনা তুঙ্গে। ২০১৫ সালে শুটিং শুরু হলেও নানা জটিলতায় ছবিটি এতদিন মুক্তি পায়নি। প্রায় এক দশক পর ১৪ আগস্ট ছবিটি মুক্তি পেতে চলেছে। তার আগেই দেব এবং শুভশ্রী একসঙ্গে মন্দিরে পুজো দিয়ে ছবিটির সাফল্য কামনা করেছেন।

ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, দেব এবং শুভশ্রী দুজনেই রং মিলিয়ে একই রঙের পোশাকে সেজেছেন। দেব পরেছেন সাদা রঙের পাঞ্জাবি, আর শুভশ্রী পরেছেন সাদা রঙের শাড়ি। দুজনকে একসঙ্গে মন্দিরে দেখে ভক্তরা উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং তাঁদের ছবি তোলার জন্য ভিড় জমে যায়।

দীর্ঘ বিরতির পর তাঁদের আবার একসঙ্গে দেখতে পাওয়া দর্শকদের জন্য এক বিশেষ মুহূর্ত। একসময় তাঁদের জুটি ছিল টলিউডের অন্যতম হিট জুটি। ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে সেই নস্টালজিয়া আবার ফিরে এসেছে। একসঙ্গে পুজো দিতে যাওয়া তাঁদের এই উদ্যোগ দর্শকদের মধ্যে ছবিটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ‘ধূমকেতু’ বক্স অফিসে কতটা সাফল্য পায়।