বিচ্ছেদের পরেও ‘আলাদা’ হতে পারলেন না রোশন-শ্রাবন্তী, মিলিয়ে দিল এই একটি তারিখ! কারণটা জানেন কি?

জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তাঁর প্রাক্তন স্বামী রোশন সিং-এর জীবনের একটি অদ্ভুত সমাপতন। ১৩ আগস্ট, শ্রাবন্তীর জন্মদিন, আর কাকতালীয়ভাবে সেই একই দিনে জন্মদিন প্রাক্তন স্বামী রোশনেরও। বিচ্ছেদ হয়ে গেলেও এই একটি তারিখ যেন বারবার তাঁদের জীবনকে এক সূত্রে বেঁধে রাখে।
২০১৯ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন শ্রাবন্তী ও রোশন। সেই বছর তাঁরা ধুমধাম করে একসঙ্গে জন্মদিন পালন করেছিলেন। অনুরাগীদের সঙ্গে হাতে হাত রেখে কেক কেটেছিলেন। রোশন শ্রাবন্তীকে আংটি ও সোনার চেন উপহার দিয়েছিলেন, আর শ্রাবন্তী রোশনকে দিয়েছিলেন একটি দামি ঘড়ি। কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। প্রায় চার বছর আইনি লড়াই চলার পর চলতি বছরের এপ্রিল মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।
বিচ্ছেদের পর রোশন সিং নতুন করে জীবন শুরু করেছেন। তিনি সম্প্রতি বিয়ে করেছেন এবং তাঁর স্ত্রী অনামিকা সিং বিশেষ দিনে তাঁকে সিঁদুরদানের ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বর’। এতে বোঝা যাচ্ছে, রোশনের জীবনে নতুন বসন্ত এসেছে এবং তিনি তাঁর নববধূর সঙ্গেই জন্মদিন কাটাচ্ছেন।
অন্যদিকে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিনও ঘটনাবহুল। ইতিমধ্যেই তিনি তাঁর ফ্যানক্লাবের সদস্যদের সঙ্গে কেক কেটে উদযাপন করেছেন। তবে তাঁর জন্মদিনের সবচেয়ে বড় উপহারটি এখনও বাকি। আজই শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরানী’ ছবির টিজার মুক্তি পাবে, যেখানে শ্রাবন্তী নামভূমিকায় অভিনয় করেছেন।
পরিচালক শুভ্রজিৎ মিত্র জন্মদিনে শ্রাবন্তীকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “আজ তোমার জন্মদিনে নিয়ে আসছি দেবী চৌধুরানীর টিজার। বিজয়ী হও।” তিনি আরও বলেন, “‘দেবী চৌধুরানী’র জন্য ও নিজেকে পুরোপুরি ভেঙে আবার তৈরি করেছে। ও এই ছবির জন্য জাতীয় পুরস্কার পেলে আমার থেকে বেশি খুশি কেউ হবে না।”
শ্রাবন্তী চট্টোপাধ্যায় একদিকে যেমন বাণিজ্যিক ছবিতে সাফল্য পেয়েছেন, তেমনি বিষয়ভিত্তিক ছবিতেও তাঁর অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বিচ্ছেদ এবং নতুন সম্পর্ক, সবকিছু ছাপিয়ে এই একটি তারিখ শ্রাবন্তী ও রোশনকে বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।