৭ মাসের অন্তসত্ত্বা নায়িকা…,সিনেমার চেয়েও নাটকীয় ছিল শ্রীদেবীর জীবন! জানুন সেই কাহিনী

বলিউডের স্বপ্নসুন্দরী শ্রীদেবীর জীবন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তার সিনে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনও ছিল নানা ঘাত-প্রতিঘাতে ভরা। একদিকে বক্স অফিসে ‘হিম্মতওয়ালা’, ‘নাগিনা’ এবং ‘চাঁদনি’-র মতো সুপারহিট সিনেমা, অন্যদিকে ব্যক্তিগত জীবনে ‘সদমা’-র মতো বেদনা। তবে তার জীবনে ভালোবাসার এক ব্যতিক্রমী গল্প তৈরি হয়েছিল প্রযোজক বনি কাপুরের সঙ্গে, যা শেষ দিন পর্যন্ত টিকে ছিল।
বনি কাপুরের সঙ্গে প্রেম ও বিতর্ক
১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। তবে শোনা যায়, এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরই তিনি বনি কাপুরের দিকে ঝুঁকে পড়েন। তাদের বিয়ে নিয়ে একটি বড় বিতর্ক সৃষ্টি হয়েছিল, কারণ গুঞ্জন ছিল যে, বিয়ের আগেই শ্রীদেবী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গর্ভে বনি কাপুরের সন্তানকে নিয়েই তিনি বিয়ের পিঁড়িতে বসেছিলেন। শোনা যায়, অন্তঃসত্ত্বা হওয়ার পর শ্রীদেবী সন্তান নষ্ট করার কথা বললেও বনি কাপুর তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন এবং ভালোবাসার চিহ্নকে নষ্ট করতে রাজি হননি। এরপর এক ছিমছাম অনুষ্ঠানে বনি কাপুর শ্রীদেবীকে বিয়ে করেন। তাদের দুই কন্যা সন্তান জাহ্নবী এবং খুশি।
মর্মান্তিক পরিণতি
শ্রীদেবীর ভালোবাসার সংসার ছিল এক স্বপ্নের মতো, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে সেই ভালোবাসার গল্প শেষ হয় বাথটবের জলে। ২০১৮ সালে দুবাইয়ে একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়ে বাথটবে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়। বলিউডের এই কিংবদন্তি অভিনেত্রীর এমন অকাল প্রয়াণ সমগ্র বলিউড এবং তার অনুরাগীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি করে।