পুরনো আয়কর বিলকে চিরতরে বিদায়! সংসদে পাশ হল নতুন আয়কর বিল, কত কর বাড়ল?

৬০ বছরের বেশি পুরনো আয়কর আইনকে প্রতিস্থাপন করে নতুন আয়কর বিল পাশ করল ভারতীয় সংসদ। গত ১২ আগস্ট, ২০২৫-এ এই বিলটি রাজ্যসভায় পাশ হয়েছে এবং এটি আগামী বছরের ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হবে। নতুন এই আইনে কী কী পরিবর্তন এসেছে, তা নিয়ে করদাতাদের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।

রাজ্যসভায় বিলটি পাশ হওয়ার সময় দেওয়া ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন স্পষ্ট করে জানান যে, নতুন এই বিলে কোনো নতুন কর চালু করা হয়নি এবং আয়করের কোনো নতুন স্ল্যাবও আসেনি। তাহলে নতুন আইন পুরনো আইনের থেকে কোথায় আলাদা?

অর্থমন্ত্রী বলেন, নতুন এই আইনে ভাষার সরলীকরণ করা হয়েছে। জটিল আয়কর আইনকে সাধারণ মানুষের কাছে সহজে বোধগম্য করার জন্যই এই পরিবর্তন আনা হয়েছে। পুরনো আইনের ৮১৯টি সেকশন কমিয়ে নতুন আইনে ৫৩৬টি সেকশন করা হয়েছে। আইনের চ্যাপ্টারের সংখ্যাও কমানো হয়েছে। ৫ লক্ষ ১২ হাজার শব্দের পুরনো আইনের পরিবর্তে ২ লক্ষ ৬০ হাজার শব্দের নতুন আয়কর আইন এসেছে। বড় বড় প্যারার বদলে নতুন আইনে ৩৯টি টেবিল এবং ৪০টি নতুন সূত্র যুক্ত করা হয়েছে, যা আইনের জটিলতা অনেকটাই কমিয়ে দিয়েছে।

২০২৫ সালের আয়কর আইন ছাড়াও, এদিন ধ্বনি ভোটে ২০২৫ সালের কর আইন (সংশোধনী)-ও পাশ হয়েছে। এই নতুন সংশোধনী আইনের অধীনে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডে কিছু প্রত্যক্ষ করের ওপর বেশ কিছু সুবিধা পাওয়া যাবে।

নতুন এই আইন কর ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ এবং সাধারণ মানুষের কাছে বোধগম্য করে তুলবে বলে আশা করা হচ্ছে।