ক্যামেরা দেখেই সোফার আড়ালে লুকালো ইউভানের বোন ইয়ালিনি,

অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় কাজ থেকে ফিরেই তার দুই সন্তানকে সময় দেন। বাড়িতে থাকলে ফোন সাইলেন্ট করে রাখাটা তার অভ্যাস। সম্প্রতি শুভশ্রীর মেয়ে ইয়ালিনির একটি মিষ্টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে ক্যামেরার সামনে তার মজার প্রতিক্রিয়া ভক্তদের মন জয় করে নিয়েছে।

ক্যামেরা দেখেই পলায়ন:

‘সিটি সিনেমা এবং শুভশ্রী গাঙ্গুলী ফ্যান ক্লাব’ এর পক্ষ থেকে পোস্ট করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, ছোট্ট ইয়ালিনি একটি চেয়ারে বসে খেলা করছে। হঠাৎই সে বুঝতে পারে যে মা তার ভিডিও বা ছবি তুলছেন। ক্যামেরা দেখতে পেয়েই সে চেয়ার ছেড়ে উঠে পড়ে এবং টেবিলের পাশে রাখা ফুলদানির দিকে এগিয়ে যায়। তারপর ফুলদানি নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সোফার আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক যেন একজন তারকা যেভাবে পাপারাজ্জিদের এড়িয়ে চলেন, ইয়ালিনিও তেমনই ক্যামেরা দেখে লুকিয়ে পড়ল।

ভক্তদের প্রতিক্রিয়া:

এই মন ছুঁয়ে যাওয়া ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা নানা মজার মন্তব্য করছেন। কেউ লিখেছেন, “একেবারে ছোট ডিরেক্টর”, আবার কেউ বলছেন, “এখন থেকেই শিখে গিয়েছে ক্যামেরা দেখলে কী করতে হবে।” অনেকেই ছোট্ট ইয়ালিনিকে ভালোবাসা জানিয়েছেন।

শুভশ্রী এর আগেও তার ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনির অনেক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন। কখনও তাদের সুপারম্যানের মতো গড়াগড়ি খেতে দেখা যায়, আবার কখনও ইউভানকে বোনের কাছ থেকে রাখি পরতে দেখা যায়। শুভশ্রী এইভাবেই তার সন্তানদের ছোট ছোট মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।

শুভশ্রীর নতুন ছবি:

ব্যক্তিগত জীবনের পাশাপাশি শুভশ্রী এখন তার আসন্ন ছবি ‘ধূমকেতু’র প্রচার নিয়েও ব্যস্ত। প্রায় ৯ বছর পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি। সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে। আগামী ১৪ই আগস্ট বহু প্রতীক্ষিত এই ছবিটি মুক্তি পাবে।