নবান্ন অভিযানে পুলিশকে কটূক্তি, বিজেপির বিধায়ক অশোক দিন্দাকে তলব করল পুলিশ

গত ৯ আগস্ট নবান্ন অভিযান চলাকালীন পুলিশের উদ্দেশে কটূক্তি ও হুমকির অভিযোগের ভিত্তিতে বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব করেছে কলকাতা পুলিশ। তাঁকে আগামী ১৭ আগস্ট নিউ মার্কেট থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই দিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী-সমর্থকেরা নবান্ন অভিযানে যোগ দিতে শহরে এসেছিলেন। পার্ক স্ট্রিট সংলগ্ন এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই বিশৃঙ্খলার সময়ই অশোক দিন্দার বিরুদ্ধে পুলিশের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে।
পুলিশ সূত্রে জানা গেছে, অশোক দিন্দার বিরুদ্ধে হুমকি দেওয়া, সরকারি কাজে বাধা সৃষ্টি এবং আদালতের নির্দেশ অমান্য করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার পরপরই একটি মামলা দায়ের করা হয়। শুধু অশোক দিন্দা নন, ওই দিনের ঘটনায় জড়িত আরও কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধেও একই ধরনের মামলা দায়ের করা হয়েছে।
এই অভিযান চলাকালীন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। বিজেপির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি সাধারণ কর্মী-সমর্থকেরাও রাজপথে নেমেছিলেন। এমনকি, আরজিকর হাসপাতাল কাণ্ডের বিচার না পাওয়ার প্রতিবাদে তিলোত্তমার বাবা-মাও এই মিছিলে যোগ দেন। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা চরমে ওঠে এবং শহরের বিভিন্ন অংশে যান চলাচল ব্যাহত হয়।
পুলিশের দাবি, ওই দিনের ঘটনায় তাদের বেশ কয়েকজন সদস্য আহত হন। এরপরই পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে, আইন ভাঙা এবং প্ররোচনামূলক আচরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় বিজেপি বিধায়ককে তলব করা হলো।