এক পাড়ার জমা জল গিয়ে পড়ায় দুই এলাকার বাসিন্দাদের সংঘর্ষ, পরিস্থিতি সামাল দিল পুলিশ

দুই প্রতিবেশী পৌরসভা, হাবড়া এবং অশোকনগরের বাসিন্দাদের মধ্যে জমা জল নিষ্কাশন নিয়ে তুমুল বচসা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই থানার পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
ঘটনার সূত্রপাত:
স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগর-কল্যাণগড় পৌরসভার ১ এবং ২ নম্বর ওয়ার্ডের জমা জল পাম্পের সাহায্যে সেচ করে পার্শ্ববর্তী হাবড়া পৌরসভার ৮ এবং ১৫ নম্বর ওয়ার্ডে ফেলা হচ্ছিল। এই ঘটনায় দুই পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ছিল। এমনিতেই হাবড়া পৌরসভার এই দুটি ওয়ার্ড বেশ কিছুদিন ধরে জলমগ্ন হয়ে আছে। সোমবার রাতে অশোকনগরের পাম্প দিয়ে জল ফেলার ফলে হাবড়ার এই এলাকাগুলো আরও বেশি জলমগ্ন হয়ে পড়ে।
বচসা থেকে হাতাহাতি:
হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় হাবড়া পৌরসভার ৮ ও ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা অশোকনগর পৌরসভার বাসিন্দাদের কাছে গিয়ে পাম্প বন্ধ করতে বলায় দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। এই বচসা একপর্যায়ে হাতাহাতির রূপ নেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাবড়া এবং অশোকনগর, দুই থানার পুলিশ পৌঁছায়। পুলিশ উভয় পক্ষকে শান্ত করে এবং পাম্প বন্ধ করে দেয়।
স্থায়ী সমাধানের দাবি:
ঘটনার পর দুই পৌরসভার প্রধানের মধ্যে এই সমস্যা নিয়ে আলোচনা হয়। তবে দুই পক্ষের সাধারণ বাসিন্দারা জানিয়েছেন, প্রতি বছর বর্ষার সময় তাদের এই জল-যন্ত্রণার শিকার হতে হয়। তারা দীর্ঘদিন ধরে একটি স্থায়ী সমাধানের দাবি জানিয়ে আসছেন। এলাকাবাসীর প্রত্যাশা, এবার দুই পৌরসভা কর্তৃপক্ষ এই সমস্যার একটি স্থায়ী সমাধান করবে, যাতে ভবিষ্যতে আর এ ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই ঘটনাটি আবারও প্রমাণ করল যে, বৃষ্টির জমা জল নিষ্কাশন ব্যবস্থা এখনো রাজ্যের অনেক এলাকার একটি বড় সমস্যা।