নাবালিকাকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, রায় দিল বারুইপুর আদালত

দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বারুইপুর মহকুমা আদালত। মঙ্গলবার সেশন জজ সুব্রত চট্টোপাধ্যায় এই রায় ঘোষণা করেন। সাজা হিসেবে দোষী ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড ভোগ করতে হবে।

ঘটনাটি ২০২০ সালের ২৭ মে জয়নগরের বকুলতলা থানা এলাকার। দুই নাবালিকার বাবা অভিযোগ করেন যে, স্থানীয় এক ব্যক্তি তার দুই মেয়েকে সবেদা বাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক যৌন নির্যাতন করে। ওই নাবালিকাদের সঙ্গে থাকা অন্য একজন কোনোভাবে পালিয়ে যেতে সক্ষম হয়।

অভিযোগ অনুযায়ী, ধর্ষণের পর অভিযুক্ত ওই দুই নাবালিকাকে হুমকি দিয়েছিল, যেন তারা এই ঘটনা কাউকে না জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।

পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই মামলার বিচার প্রক্রিয়া চলে। অবশেষে মঙ্গলবার আদালত পকসো (POCSO) আইনের ধারা অনুযায়ী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এই কঠোর রায় দিল। এই রায়ের ফলে নির্যাতিতা পরিবার কিছুটা হলেও স্বস্তি পেল। আদালত এই রায়ের মাধ্যমে সমাজকে এক কঠোর বার্তা দিল যে, শিশুদের ওপর এমন অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।