কচু পাতার উপর পরিত্যক্ত সদ্যোজাত উদ্ধার, দত্তক নিতে আগ্রহী উদ্ধারকারী পরিবার

মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে রাতের অন্ধকারে পরিত্যক্ত এক সদ্যোজাতকে উদ্ধার করা হয়েছে কালনায়। সোমবার রাতে কচু পাতার উপর শোয়ানো অবস্থায় শিশুটির কান্না শুনে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। স্থানীয় বাসিন্দা শ্রীমন্ত প্রামাণিক এবং এক সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় শিশুটিকে দ্রুত কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

কয়েকদিন আগেই বালি ব্রিজের নিচে একটি সদ্যোজাত উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় এলাকাবাসী হতবাক।

কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান, প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির বয়স একদিন হতে পারে। বর্তমানে শিশুটিকে হাসপাতালের SNCU (Special Newborn Care Unit)-তে রাখা হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল ও বিপদমুক্ত।

উদ্ধারকারী শ্রীমন্ত প্রামাণিক জানান, “আমরা শিশুটিকে দত্তক নিতে চাই। আমার দিদি তাকে দত্তক নিতে আগ্রহী। সরকারের কাছে আমরা আইন মেনে এই আবেদন জানাচ্ছি।” স্থানীয় বাসিন্দাদের ধারণা, রাতের অন্ধকারে শিশুটিকে রাস্তার ধারে ফেলে রেখে তার পরিবার পালিয়ে গেছে।

কালনা থানার পুলিশ এই ঘটনা সম্পর্কে অবগত হয়েছে এবং শিশুটির পরিবারের সন্ধান পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় বার্তা পাঠাচ্ছে। তবে, শিশুটিকে দত্তক নেওয়ার জন্য শ্রীমন্ত প্রামাণিকের আগ্রহ স্থানীয়দের মধ্যে মানবিকতার এক নতুন বার্তা দিয়েছে।