আত্রেয়ী নদীতে তলিয়ে যাওয়া উচ্চমাধ্যমিক পড়ুয়ার দেহ উদ্ধার হলো বাংলাদেশে

বালুরঘাটের আত্রেয়ী নদীতে তলিয়ে যাওয়া এক উচ্চমাধ্যমিক পড়ুয়ার মৃতদেহ বাংলাদেশের আত্রাই নদী থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার ভাটপাড়া সীমান্ত দিয়ে মৃত ছাত্রের দেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। মৃত ছাত্রের নাম কৃতিমান বর্মন (১৮)।

জানা গেছে, গত রবিবার বিকেলে কৃতিমান বন্ধুদের সঙ্গে বালুরঘাটের আত্রেয়ী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। তার বাড়ি বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের সৈয়দপুরে হলেও, তারা দীর্ঘদিন ধরে উত্তমাশা এলাকায় ভাড়া বাড়িতে থাকত। গত দু’দিন ধরে আত্রেয়ী নদীর দুই পাড়ে তল্লাশি চালিয়েও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আত্রাই নদীর পেত্নীতলা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার হয়।

গতকাল রাতেই বালুরঘাট থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে। মঙ্গলবার বাংলাদেশ পুলিশ, বিএসএফ এবং বিজিবি’র উপস্থিতিতে দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয়, যার পর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় কৃতিমানের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে, মৃত ছাত্রের বাবা এই ঘটনায় স্নান করার সময় তার সঙ্গে থাকা বন্ধুদের বিরুদ্ধে বালুরঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় বালুরঘাট জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।