হরিপুর গ্রামের ৪৫০ বিঘা জমি, ভুয়ো থানার ‘ওসি’ বিভাস অধিকারীর সাম্রাজ্য এখন জনশূন্য

ভুয়ো থানার ঘটনায় নয়ডা থেকে সদ্য গ্রেফতার হওয়া বিভাস অধিকারীর বিরুদ্ধে এবার সামনে এল চাঞ্চল্যকর তথ্য। নিয়োগ দুর্নীতি কাণ্ডেও নাম জড়ানো বিভাস অধিকারীর বীরভূমে একটি বিশাল সাম্রাজ্যের খোঁজ পাওয়া গিয়েছে। জানা গেছে, বীরভূমের হরিপুর গ্রামে প্রায় ৪৫০ বিঘা জমির উপর তিনি একটি আশ্রম তৈরি করেছেন। একই সাথে সেখানে একটি হাসপাতাল তৈরির কাজও চলছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেক কম দামে তাঁদের কাছ থেকে এই জমি অধিগ্রহণ করা হয়েছে। বহু মানুষের কাছ থেকে জোর করে জমি লিখিয়ে নেওয়া হয়েছে এবং তাঁদের সঠিক দাম দেওয়া হয়নি। অভিযোগ, যখন এই জমি কেনা হয়, তখন প্রতি বিঘার দাম ছিল এক লক্ষ দশ হাজার টাকা। কিন্তু গ্রামবাসীদের দেওয়া হয়েছে মাত্র ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এমনকি, অনেকের অভিযোগ, জমি নেওয়ার পর তাঁদেরকে কোনও টাকাই দেওয়া হয়নি।

গ্রামবাসীদের একাংশ জানিয়েছে, বিভাস অধিকারী ক্ষমতাবান ছিলেন এবং তাঁর সঙ্গে বড় বড় রাজনৈতিক নেতা-মন্ত্রীদের ওঠাবসা ছিল। এই কারণে ভয়ে অনেকেই মুখ খুলতে পারছিলেন না। জোর করে জমি নেওয়ার পর গ্রামবাসীদের ভয় দেখানো হত বলেও অভিযোগ উঠেছে।

বর্তমানে বিভাস অধিকারী গ্রেফতার হওয়ার পর তাঁর এই বিশাল রাজত্ব জনশূন্য। আশ্রম ও হাসপাতাল তৈরির কাজে নিযুক্ত লোকজন পালিয়ে গিয়েছে এবং দেখাশোনা করার মতো কেউ নেই।

অন্যদিকে, বিভাসের ভুয়ো থানার কর্মকাণ্ড শুধু কলকাতা নয়, শহরের বাইরেও বিস্তৃত ছিল বলে অনুমান করা হচ্ছে। বিভাসের ‘ওসি’ পরিচয় নিয়ে আরও জানা গেছে, তিনি এক সময় রাজ্য সরকার পোষিত একটি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। এই তথ্য নয়ডা পুলিশের হাতে এসেছে।