জেলা শাসকের সঙ্গে ‘কঠিন’ বৈঠকে বসেছিলেন শিক্ষকরা, হঠাৎ চললো পর্ন ভিডিও..! তারপর? তুমুল চাঞ্চল্য

উত্তর প্রদেশের মহারাজগঞ্জে জেলাশাসক আয়োজিত একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকে হঠাৎ করে পর্ন ভিডিও স্ক্রিনে চলে আসায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিক্ষা বিভাগের আধিকারিক ও শিক্ষকদের নিয়ে চলা এই বৈঠকের মধ্যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় সবাই হতবাক হয়ে পড়েন।
কী ঘটেছিল বৈঠকে?
৭ আগস্ট, জেলাশাসক সন্তোষ কুমার শর্মা জুম কলে একটি বৈঠক ডেকেছিলেন। এই বৈঠকে শিক্ষা বিভাগের আধিকারিক, সরকারি স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকেরা অংশ নিয়েছিলেন। বৈঠকটি স্কুল সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা এবং প্রশাসন ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য আয়োজন করা হয়েছিল।
জানা গেছে, বৈঠক চলাকালীন ‘জ্যাসন জুনিয়র’ নামে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার স্ক্রিন শেয়ার করেন এবং তখনই পর্ন ভিডিও চলতে শুরু করে। একই বৈঠকে ‘আর্জুন’ নামে আরেকজন ব্যক্তিও যুক্ত ছিলেন, যিনি বৈঠকের মাঝে অশালীন মন্তব্য করেন।
পুলিশের তদন্ত শুরু
বেসিক এডুকেশন অফিসার ঋদ্ধি পান্ডে এবং ব্লক এডুকেশন অফিসার সুদমা প্রসাদ ৯ আগস্ট কোতোয়ালি থানায় ওই দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সদর কোতোয়ালি থানার এসএইচও সত্যেন্দ্র রায় জানিয়েছেন, সাইবার পুলিশের সাহায্যে ঘটনার তদন্ত চলছে। পুলিশ অপরাধীদের শনাক্ত করতে প্রযুক্তির সহায়তা নিচ্ছে এবং বোঝার চেষ্টা করছে কেন এবং কীভাবে ওই ব্যক্তিরা বৈঠকে প্রবেশ করল।