বাংলাদেশি নাগরিককে আধার কার্ড বানিয়ে দিয়ে ফেঁসে গেল যুবক..! গেফতার অভিযুক্ত, কীভাবে ফাঁস হলো ঘটনা?

বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে উত্তরবঙ্গ থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম সোমেশ বর্মণ। তিনি হলদিবাড়ির বাসিন্দা এবং শিলিগুড়ির ভক্তিনগরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে আধার সংক্রান্ত কাজ করতেন।
গত ১৮ জুলাই খড়িবাড়ির ইন্দো-নেপাল সীমান্ত থেকে মহন্ত বর্মণ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে এসএসবি। মহন্তের কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়। পুলিশি তদন্তে জানা যায় যে, এই আধার কার্ডটি সোমেশ বর্মণ তাকে বানিয়ে দিয়েছিলেন। এরপরই খড়িবাড়ি থানার পুলিশ সোমবার রাতে হলদিবাড়ি থেকে সোমেশকে গ্রেফতার করে।
তদন্ত শুরু
জানা গেছে, মহন্ত বর্মণ প্রায় ১১ মাস আগে হলদিবাড়ি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন এবং পরিচয় গোপন করে পানিট্যাঙ্কিতে বসবাস করছিলেন। সেখানেই এক দালালের মাধ্যমে তিনি এই আধার কার্ডটি তৈরি করান। পুলিশ এখন এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে। মঙ্গলবার সোমেশকে শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে।