‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’- গানে BJP কর্মী সম্মেলনে মিঠুনকে স্বাগত! তীব্র কটাক্ষ তৃণমূলের

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষার তকমা লাগানোর অভিযোগ নিয়ে যখন জাতীয় রাজনীতি উত্তাল, তখন দুর্গাপুরে বিজেপির কর্মী সম্মেলনে হিন্দি গান বাজিয়ে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে স্বাগত জানানোয় নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার দুর্গাপুর ইস্পাত নগরীর নেতাজি ভবনে আয়োজিত কর্মী সম্মেলনে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, মিঠুন চক্রবর্তী নেতাজি ভবনে পৌঁছানো মাত্রই মঞ্চে ১৯৯৩ সালের বলিউড ছবি ‘ফুল অউর অঙ্গার’-এর জনপ্রিয় গান ‘মুঝকো পিনা হ্যায় পিনে দো’ বাজানো হয়। গানটি বেজে উঠতেই সম্মেলনে উপস্থিত বিজেপি কর্মীরা উল্লাসে নাচতে শুরু করে দেন। ভাষা বিতর্কের আবহে এমন একটি হিন্দি গান বাজানোয় তীব্র সমালোচনা শুরু করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা প্রশ্ন তুলেছে, বিজেপির রাজনীতি কি এখন নেশায় চুর?

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় কটাক্ষ করে বলেন, “এখন ভোট চাওয়ার আগে বোতল চাইছে বিজেপি। দল তো আগেই হোঁচট খাচ্ছিল, এবার গান শুনে পুরো দুলে যাবে।” তিনি আরও বলেন, “রাজনীতির মঞ্চে মদ্যপানের গান বাজানো মানে মানুষের সমস্যাকে উপহাস করা।”

অন্যদিকে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত এই বিতর্কের পাল্টা জবাব দিয়েছেন। তিনি বলেন, “গান মানেই নেশা নয়। এটি শুধুই বিনোদনের জন্য বাজানো হয়েছে। তৃণমূল দলের সাংসদ মহুয়া মৈত্র দিল্লিতে কী করেছে সেটা সবাই দেখেছে। আর এখানে তৃণমূল রাজনীতি না পেলে গানেও রাজনীতি খুঁজে পায়।”

উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে দলের সংগঠনকে চাঙ্গা করতে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বিভিন্ন জেলায় কর্মী সম্মেলন করছেন। কিন্তু এই নতুন বিতর্ক তার এই প্রচেষ্টাকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।