‘অবলা প্রাণীগুলিকে সমস্যা বলে দাগিয়ে দেওয়া যায় না’, পথকুকুর নিয়ে SC-র নির্দেশের সমালোচনা রাহুলের

দিল্লির পথকুকুরদের নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি এই নির্দেশকে ‘মানবিকতার পথ থেকে সরে আসা’ বলে মন্তব্য করেছেন এবং অবলা প্রাণীদের ‘সমস্যা’ হিসেবে দাগিয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মানবিকতার পথ থেকে সরে এসে সুপ্রিম কোর্ট পথকুকুরদের নিয়ে এই নির্দেশ দিয়েছে। এই অবলা প্রাণীগুলিকে সমস্যা বলে দাগিয়ে দেওয়া যায় না।” তিনি আরও বলেন, “আশ্রয়স্থল, নির্বীজকরণ, টিকাদান এবং কমিউনিটি কেয়ারের মাধ্যমে নিষ্ঠুরতা ছাড়াই রাস্তাঘাট নিরাপদ রাখা সম্ভব।” উল্লেখ্য, রাহুল এবং তার পরিবার দীর্ঘদিন ধরেই পশুপ্রেমী হিসেবে পরিচিত।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পেছনে রয়েছে দিল্লিতে পথকুকুরের কামড়ে জলাতঙ্ক এবং সাধারণ মানুষের মৃত্যুর ক্রমবর্ধমান সংখ্যা। একটি রিপোর্টের ভিত্তিতে সোমবার এই বিষয়ে শুনানি শুরু হয়। শীর্ষ আদালত দিল্লি-এনসিআর এলাকার সমস্ত পথকুকুরকে অবিলম্বে ধরে নির্বীজকরণ করিয়ে নিরাপদ আশ্রয়ে পাঠানোর নির্দেশ দিয়েছে। আদালত প্রশাসনকে প্রয়োজনে বলপ্রয়োগ করার এবং বাধা দিলে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে।

আদালতের মতে, সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুপ্রেমীদের উদ্দেশে আদালত প্রশ্ন করে, পথকুকুরের কামড়ে যাদের মৃত্যু হয়েছে, তাদের কি ফিরিয়ে আনা সম্ভব? তাই রাস্তা থেকে পথকুকুরদের একেবারে দূর করতে হবে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর থেকেই বিতর্ক শুরু হয়েছে এবং এবার রাহুল গান্ধী সেই বিতর্কে যোগ দিয়ে তার ক্ষোভ প্রকাশ করলেন।