মিনাখাঁয় মাটি খুঁড়তেই বেরিয়ে এল রত্ন ভাণ্ডার! কোথা থেকে এল? তোলপাড় এলাকা, পুলিশের জালে ২

এক ঝটকায় যেন কয়েক শতাব্দী পিছিয়ে গেল সময়। সোমবার গভীর রাতে মিনাখাঁয় গোপন অভিযান চালিয়ে মাটির তলা থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা ও রুপোর গয়না। একই সঙ্গে এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
কীভাবে উদ্ধার হলো সম্পদ?
সোমবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে মিনাখাঁ থানার পুলিশ ঝিকরা এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন সোমনাথ পাত্র ও ভোলা পাত্র নামে দুই কুখ্যাত দুষ্কৃতীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এরপর তাদের জেরা করে পুলিশ জানতে পারে যে, তারা তাদের যাবতীয় অপরাধের মাধ্যমে অর্জিত সম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছে। ধৃত সোমনাথ পাত্রের বাড়ির মাটি খুঁড়তেই বেরিয়ে আসে নগদ ৫০ হাজার টাকার বেশি এবং প্রচুর সোনা ও রুপোর গয়না। এই ঘটনা দেখে অভিজ্ঞ পুলিশ আধিকারিকরাও রীতিমতো অবাক হয়ে গেছেন।
গ্রেফতারের পর মঙ্গলবার ওই দুই দুষ্কৃতীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ এখন তদন্ত করে দেখছে যে, এই সম্পদ কোথা থেকে এসেছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা।