গোটা স্কুলই জলের তলায়, নৌকা চেপে পরীক্ষা দিতে আসছে পড়ুয়ারা, দেখুন সেই ছবি

পশ্চিম মেদিনীপুরের ঘাটাল শহরে বন্যার জল কমতে শুরু করলেও, এখনও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। এর ফলে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে ডিঙি নৌকাই এখন স্থানীয়দের যাতায়াতের একমাত্র ভরসা। স্কুল, কলেজ থেকে বাজার—সব কাজেই এখন ডিঙি নৌকা ব্যবহার করতে হচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে স্কুলের পরীক্ষা।
পরীক্ষা দিতে ঝুঁকি নিয়ে স্কুলে পড়ুয়ারা
বন্যার কারণে অনেক আগেই পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় স্কুলগুলি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু রাস্তাঘাট এখনও জলের তলায় থাকায় পড়ুয়াদের নৌকা করে ঝুঁকি নিয়ে স্কুলে আসতে হচ্ছে। ঘাটাল গুরুদাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেন্দ্র আদক জানিয়েছেন, পড়ুয়াদের সুবিধার জন্য চারটি নৌকার ব্যবস্থা করা হয়েছে। যে সব পড়ুয়া পরীক্ষা দিতে আসতে পারেনি, তাদের জন্য পরে আবার পরীক্ষার ব্যবস্থা করা হবে।
প্রশাসনের সহায়তা
ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, “বন্যার জল অনেকটাই কমেছে। গুরুদাস উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং থেকে জল নেমেছে, তবে রাস্তাঘাটে এখনও জল রয়েছে। ঘাটাল পৌরসভা ৪টি নৌকার ব্যবস্থা করেছে, যা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হচ্ছে।” তিনি আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা চালু থাকবে।