‘SIR-এ আপত্তি নেই, কিন্তু লোকসভা ভেঙে!’, দিল্লি যাওয়ার আগে পদত্যাগের ইঙ্গিত অভিষেকের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) ইস্যুতে কেন্দ্র ও নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এক বিস্ফোরক মন্তব্য করেছেন। মঙ্গলবার দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি বলেন, “যদি SIR করতেই হয়, তাহলে আগে সংসদ ভেঙে দিয়ে নতুন করে ভোট হোক।”
কেন এই প্রতিবাদ ও হুঁশিয়ারি?
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন, যে ভোটার তালিকার ভিত্তিতে গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেই তালিকাকেই যদি এখন কমিশন প্রশ্ন তোলে, তাহলে সেই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হয়। তিনি বলেন, “এক যাত্রায় পৃথক ফল হতে পারে না।” তাই যদি ভোটার তালিকা সংশোধন করতেই হয়, তাহলে তা দেশজুড়ে করতে হবে, এবং তার আগে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে।
সোমবার কমিশনের সদর দফতরের বাইরে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের ‘বর্বরতা’ এবং মহিলা সাংসদদের ওপর ‘নিগ্রহ’-এর অভিযোগ তুলে অভিষেক বলেন, “কমিশন বিজেপির কৃতদাস হয়ে গিয়েছে।” তিনি আরও সতর্ক করে দিয়েছেন যে, “বাংলার একজন যোগ্য ভোটারও যদি বাদ পড়েন, তাহলে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।”
বিজেপির পাল্টা জবাব
অভিষেকের বক্তব্যের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “২০০২-০৩ সালে SIR-এর কারণে প্রায় ২০ লক্ষের বেশি নাম বাদ গিয়েছিল। তখন নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া উচিত ছিল কি?” তিনি আরও বলেন, বিশেষ ভোটার পরিমার্জন একটি নিয়মিত প্রক্রিয়া এবং ভারত স্বাধীন হওয়ার পর থেকেই এটি হয়ে আসছে।
দিল্লিতে সাংসদদের সঙ্গে বৈঠক
এই সব মন্তব্যের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি পৌঁছে দলের সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজের বৈঠকে যোগ দেন। এই বৈঠকে আগামী দিনের কৌশল এবং কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।