দাদু হওয়ার পর প্রথম জন্মদিন, নাতনির দেওয়া বিশেষ কেক উপহার পেয়ে আপ্লুত সুনীল শেট্টি

সম্প্রতি ৬৪ বছরে পা দিলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। এই বিশেষ দিনে বন্ধু-বান্ধব, পরিবার এবং সহকর্মীদের থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার নাতনির কাছ থেকে পাওয়া একটি বিশেষ উপহার। সেই উপহারের ছবি সামাজিক মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা।

সোমবার ইনস্টাগ্রামে সুনীল শেট্টি একটি কাস্টমাইজড কেকের ছবি শেয়ার করেছেন। কেকটির উপরে লেখা ছিল, ‘শুভ জন্মদিন আজ্জা’ (দাদু)। ছবিটি পোস্ট করে তিনি লেখেন, “আমার জীবনের সবচেয়ে মূল্যবান উপহার অন্য এক মূল্যবান উপহারের তরফ থেকে।”

কেকটি একটি ফার্ম হাউসের আদলে তৈরি করা হয়েছে। কেকের একদিকে গরু, অন্যদিকে হাঁস ও মুরগি দেখা যাচ্ছে, যা নাতনির তরফ থেকে দাদুর প্রতি এক মিষ্টি ভালোবাসার প্রতীক। সুনীলের মেয়ে আথিয়া শেট্টিও বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি অপ্রকাশিত ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় অভিনেতা নাতনিকে নিয়ে বাগানে সময় কাটাচ্ছেন। ছবিটি পোস্ট করে আথিয়া লিখেছেন, “সেরা বাবা এবং এখন সেরা আজ্জাকে জন্মদিনের শুভেচ্ছা।”

মেয়ের পাশাপাশি জামাই এবং ছেলে আহানও বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আহান একটি ছবি পোস্ট করে লেখেন, “শুভ জন্মদিন বাবা। তোমার অবিরাম সমর্থন, তোমার শান্ত প্রজ্ঞা এবং যেভাবে তুমি সবসময় পাশে থেকেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তোমাকে খুব ভালোবাসি।”

উল্লেখ্য, চলতি বছরের ২৪শে মার্চ সুনীলের মেয়ে আথিয়ার কোল আলো করে তার নাতনি ইভারা জন্ম নেয়। দাদু হওয়ার পর সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়ে সুনীল লিখেছিলেন, “এটি এমন একটি অনুভূতি যা কল্পনার বাইরে। এমন এক আনন্দ যা পৃথিবীর সমস্ত আনন্দের থেকে বেশি। বিগত কয়েক দশক ধরে যে আনন্দের খোঁজ আমি করেছি, আজ সেই আনন্দই খুঁজে পেলাম।”

 

View this post on Instagram

 

A post shared by Suniel Shetty (@suniel.shetty)

কাজের প্রসঙ্গে বলতে গেলে, সম্প্রতি সুনীল শেট্টিকে ‘হান্টার সিজন ২’-তে জ্যাকি শ্রফের সঙ্গে দেখা যাচ্ছে। এরপর তাকে কমেডি ড্রামা ‘ওয়েলকাম টু জঙ্গল’-এ দেখা যাবে, যেখানে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, সঞ্জয় দত্ত সহ আরও অনেক তারকা অভিনয় করছেন।