ঘুম ভাঙতেই অবাক গ্রামবাসীরা…! দাঁতালদের তান্ডবে ব্যাপক ক্ষতি ফসলের, মাথায় হাত কৃষকদের

ঝাড়গ্রামের ধানঘোরী ও ছোলাখালি এলাকায় ফের হাতির তাণ্ডব। সকাল হতেই প্রায় ২৫টি হাতির একটি দল লোকালয়ে হানা দেয়। হাতির দলের আক্রমণে বিঘার পর বিঘা সদ্য রোপণ করা ধানের খেত লন্ডভন্ড হয়ে গেছে। এই ঘটনায় গ্রামবাসীরা চরম আতঙ্কে রয়েছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকরা অবিলম্বে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
কী ঘটেছিল?
ভোরের আলো ফোটার আগেই বিশাল দাঁতালের দলটি ধানঘোরী নিমতল এলাকায় প্রবেশ করে। হাতির দলটির তাণ্ডবে রোয়া ধানের ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। সার মেশানো চাষের জমি হাতির পায়ের চাপে মাটির সঙ্গে মিশে যায়। গ্রামবাসীরা নিজেদের ফসল রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা করলেও, হাতির দলের সামনে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। প্রায় দেড়-দু’ডজন হাতি দীর্ঘক্ষণ ধরে গ্রাম ও চাষের জমিতে দাপিয়ে বেড়ায়, এরপর তারা পাশের জঙ্গলে ফিরে যায়।
বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ
এলাকার কৃষকরা অভিযোগ করেছেন যে, এত বড় হাতির দল লোকালয়ে প্রবেশ করলেও বন দফতরের কোনো আধিকারিক বা কর্মীর দেখা মেলেনি। তাদের দাবি, সময়মতো হস্তক্ষেপ না করায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তুলেছেন।