SIR প্রতিবাদে বিরোধীদের টি-শার্টে ১২৪ বছরের ‘অচেনা মুখ’ মীনতা, কে তিনি?

সংসদ চত্বরে আবারও বিরোধী সাংসদরা হাতে পোস্টার এবং গায়ে সাদা জামা পরে প্রতিবাদে নেমেছেন। এই প্রতিবাদে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তবে এবারের প্রতিবাদের মূল আকর্ষণ ছিল প্রতিটি সাংসদের জামায় থাকা একটি ‘অপরিচিত মুখ’, যার নিচে লেখা ছিল ‘মীনতা দেবী’। বিহারের ভোটার তালিকায় ১২৪ বছর বয়সী এই মহিলার নাম নিয়েই এখন বিতর্ক তুঙ্গে।
এই প্রতিবাদের সূত্রপাত হয়েছিল গত সপ্তাহে রাহুল গান্ধীর একটি সাংবাদিক বৈঠক থেকে। সেখানে তিনি বিহারের খসড়া ভোটার তালিকা তুলে ধরে দাবি করেন যে, এই তালিকায় মীনতা দেবী নামে একজন ভোটারের বয়স ১২৪ বছর দেখানো হয়েছে। রাহুল এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে বলেন, যেখানে বিশ্বজুড়ে সবচেয়ে বয়স্ক ব্যক্তির বয়সও এত নয়, সেখানে বিহারের একটি গ্রামের ভোটার তালিকায় কীভাবে এমনটা সম্ভব?
মঙ্গলবার বিক্ষোভে যোগ দেওয়া কংগ্রেস সাংসদ মানিকাম ঠাকুর সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে বলেন, “নির্বাচন কমিশনের ব্যর্থতা এখন চোখে আঙুল দিয়ে দেখানো যাচ্ছে। রাজীব কুমার ও জ্ঞানেশ কুমারের অধীনে নির্বাচন কমিশন বিজেপির দফতরে রূপান্তরিত হয়েছে।” তিনি আরও বলেন, “এ কারণেই তারা মিতা দেবীকে, যিনি প্রথমবারের ভোটার, মীনতা বানিয়ে ১২৪ বছর বয়সের গণ্ডিতে ফেলে দিয়েছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। তাদের দাবি, ভোটার তালিকায় এমন গুরুতর ভুল নির্বাচন প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করছে। এর আগে, সোমবারও বিরোধী সাংসদরা নির্বাচন কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছিলেন, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা হয়েছে। মীনতা দেবীর ইস্যুটি এখন বিরোধীদের আন্দোলনের নতুন হাতিয়ার হয়ে উঠেছে।