নবান্ন অভিযানে ধুন্ধুমার কান্ড! বিজেপি নেতাদের তলব পুলিশের, কেন এই তলব?

সম্প্রতি নবান্ন অভিযানে ধুন্ধুমারের ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে পুলিশ। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, সজল ঘোষ এবং অর্জুন সিংকে তলব করা হয়েছে। আগামী ১৭ আগস্ট, রবিবার, অশোক দিন্দাকে নিউ মার্কেট থানায় হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ।
কেন এই তলব?
নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে সংঘাতের সময় বিজেপি নেতাদের বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়া এবং দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এই অভিযানের আগে আর জি কর হাসপাতালে এক চিকিৎসককে খুনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছিলেন তাঁর বাবা-মা। গত ৯ আগস্ট এই প্রতিবাদ কর্মসূচিতে বিজেপি বিধায়ক অশোক দিন্দা উপস্থিত ছিলেন। এরপরই পুলিশ তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করে।
অশোক দিন্দা ছাড়াও বিজেপি নেতা সজল ঘোষ এবং অর্জুন সিংহকেও এই একই ঘটনায় তলব করা হয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।