কাটছেই না OBC মামলার জট, দ্রুত শুনানির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, সমস্যায় পড়ুয়ারা

ওবিসি সংক্রান্ত মামলার জট কিছুতেই কাটছে না। মঙ্গলবার এই মামলার দ্রুত শুনানির জন্য করা আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। রাজ্যের আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যে দিন মামলাটি তালিকায় রয়েছে, অর্থাৎ ৯ সেপ্টেম্বর, সেই দিনই এর শুনানি হবে। এই মামলার কারণে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স, নার্সিং সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার ফল প্রকাশ আটকে রয়েছে, যার ফলে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে আইনজীবী কুণাল মিমানি দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন জানান। প্রধান বিচারপতি তখন বলেন, “মামলা শুনানির জন্য তালিকাভুক্ত তো করাই আছে।” জবাবে আইনজীবী কলকাতা হাইকোর্টের একের পর এক নির্দেশের কথা তুলে ধরলে প্রধান বিচারপতি বিরক্তি প্রকাশ করে জানতে চান, “আমরা তো হাইকোর্টকে কোনো নির্দেশ দেওয়া থেকে বিরত থাকতে বলেছি। এক কাজ করুন, আপনি আদালত অবমাননার একটি নতুন আবেদন জমা দিন।” এরপর দ্রুত শুনানির অনুরোধ করা হলে প্রধান বিচারপতি তা সরাসরি খারিজ করে দেন।

গত ২৮শে জুলাই ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। এরপরেও গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ জয়েন্টের মেধা তালিকা বাতিল করে নতুন মেধা তালিকা তৈরির নির্দেশ দেয়। আদালত জানায় যে, নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না। পরিবর্তে, ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতে ১৫ দিনের মধ্যে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে, যেখানে ওবিসি পড়ুয়াদের জন্য পূর্বের মতো ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এখন এই মামলার পরবর্তী শুনানি ৯ সেপ্টেম্বর।