বউমাকে শারীরিক নির্যাতন, কান্না সহ্য হয়নি শাশুড়ির, নিজের ছেলেকেই টুকরো টুকরো করল মা, অতঃপর…..

পুত্রবধূকে নিয়মিত শারীরিক নির্যাতনের প্রতিবাদে নিজের ছেলেকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। ইতালিতে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ অভিযুক্ত লোরেনা ভেনিয়ার (৬১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে তাকে সাহায্য করার অভিযোগে তার পুত্রবধূ মাইলিন ক্যাস্ট্রো মনসালভোকেও গ্রেপ্তার করা হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ২৫শে আগস্ট জেমোনা ডেল ফ্রিউলি শহরে এই ভয়ংকর ঘটনাটি ঘটে। প্রথমে পুত্রবধূ মাইলিন পুলিশকে খবর দেন। পুলিশি তদন্তে জানা যায়, অভিযুক্ত লোরেনা পেশায় একজন নার্স। পুলিশি জেরায় তিনি তার ৩৫ বছর বয়সী ছেলে অ্যালেসান্ড্রো ভেনিয়ারকে খুন করার কথা স্বীকার করেন।

পুলিশ জানিয়েছে, অ্যালেসান্ড্রো তার স্ত্রী মাইলিন এবং ছয় মাসের সন্তানকে নিয়ে বাড়ির বেসমেন্টে থাকতেন। অ্যালেসান্ড্রো প্রায়ই মাইলিনকে শারীরিক নির্যাতন করতেন, যা মাঝে মাঝে চরম পর্যায়ে পৌঁছে যেত। ছেলের এই আচরণ সহ্য করতে না পেরে লোরেনা এবং মাইলিন তাকে খুনের পরিকল্পনা করেন।

লোরেনা পুলিশকে জানান, চলতি বছরের জানুয়ারি মাসে মাইলিন কন্যাসন্তানের জন্ম দেওয়ার পর থেকেই অ্যালেসান্ড্রোকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য মাইলিন চাপ সৃষ্টি করতে থাকেন। লোরেনা আরও বলেন যে, অ্যালেসান্ড্রো অবসাদে ভুগছিলেন এবং সেই কারণে মাইলিনকে মারধর করতেন। একসময় তিনিও এর প্রতিবাদ করলে তার ছেলেও তাকে মারধর করেন।

খুনের দিন লোরেনা মাদক মেশানো পানীয়ের পর অ্যালেসান্ড্রোকে ইনসুলিনের ডবল ডোজ দেন। এরপর অ্যালেসান্ড্রোর জ্ঞান হারালে লোরেনা বালিশ চাপা দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর দেহটি টুকরো টুকরো করে বাড়ির মধ্যেই লুকিয়ে রাখা হয়। লোরেনা জানিয়েছেন, দেহ সরাতে মাইলিন তাকে সাহায্য করেছিলেন। তারা ভেবেছিলেন, সবাইকে বলবেন যে অ্যালেসান্ড্রো কলম্বিয়ায় চলে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত পুলিশি তদন্তে পুরো ঘটনাটি ফাঁস হয়ে যায় এবং মা ও পুত্রবধূ দুজনেই পুলিশের হাতে ধরা পড়েন। তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।