নতুন গাড়ি কিনে বিপাকে আকাশদীপ! লখনউ RTO’র নোটিশ, শোরুমেও শো-কজ

সদ্য ইংল্যান্ড সফর থেকে ফেরা ভারতীয় পেসার আকাশদীপ নতুন গাড়ি কিনে বিপাকে পড়েছেন। লখনউয়ের পরিবহন দফতর (RTO) তাঁর নতুন কেনা এসইউভি ব্যবহার না করার জন্য নোটিশ পাঠিয়েছে। একই সঙ্গে যে শো-রুম থেকে তিনি গাড়িটি কিনেছিলেন, তাদেরও কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

কেন এই আইনি পদক্ষেপ?
আকাশদীপ রাখিবন্ধনের দিন একটি নতুন এসইউভি গাড়ি কিনেছিলেন। কিন্তু তিনি গাড়িটির প্রয়োজনীয় রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি। সবচেয়ে বড় কথা হলো, মোটর ভেহিকেল আইন অনুযায়ী, গাড়ির জন্য বাধ্যতামূলক হাই-সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট (HSRP) এবং থার্ড রেজিস্ট্রেশন মার্ক (TRM) ছাড়াই তাঁকে গাড়ি ডেলিভারি দেওয়া হয়েছে। এই কারণে আকাশদীপকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত কাগজপত্র নিয়ে আরটিও-তে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শো-রুমের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
যে শো-রুম থেকে আকাশদীপ গাড়িটি কিনেছিলেন, লখনউয়ের চিনহাটে অবস্থিত সেই ডিলারশিপের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। মোটর ভেহিকেল আইনের ১৯২ এবং ২০৭ ধারায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কীভাবে তারা HSRP ছাড়া গাড়ি গ্রাহকের হাতে তুলে দিল, সে বিষয়ে আরটিও তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে।

মোটর ভেহিকেল আইন (২০১৯)-এর ৪১(৬) ধারা অনুযায়ী, HSRP ছাড়া কোনো গ্রাহকের কাছে গাড়ি হস্তান্তর করা সম্পূর্ণ বেআইনি। এই নিয়ম ভাঙলে ডিলারের ট্রেড লাইসেন্স বাতিল পর্যন্ত হতে পারে। পরিবহন কমিশনার ব্রিজেশ নারায়ণ সিং এই পদক্ষেপের কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে শো-রুমের জবাব সন্তোষজনক না হলে লাইসেন্স বাতিলও হতে পারে।