দিল্লিতে রাহুল-মহুয়াদের লড়াইয়ে কেন ছিলেন না কল্যাণ? মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেওয়া এবং বিরোধী সাংসদদের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিত থাকার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাংসদদের ফ্ল্যাট উদ্বোধনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়। এই গুঞ্জনের প্রেক্ষিতে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি লেখেন, “২০১৪ সাল থেকে আমি সংসদীয় ভবন কমিটির সদস্য। আমাদের তত্ত্বাবধানে বাবা খড়গ সিং মার্গে নবনির্বাচিত সাংসদদের জন্য ১৮৪টি ফ্ল্যাট নির্মিত হয়।” তিনি জানান, গতকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফ্ল্যাটগুলোর উদ্বোধন করেন এবং সেই অনুষ্ঠানেই তিনি উপস্থিত ছিলেন।

কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে বলেন, “সকাল ১০টায় অনুষ্ঠান শেষ হওয়ার পর সাড়ে ১০টায় আমি সরাসরি সুপ্রিম কোর্টে যাই। যেখানে আমাদের দলের SIR (Special Intensive Revision) সংক্রান্ত মামলার সওয়াল ছিল। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ OBC সংক্রান্ত মামলাতেও আমি সওয়াল করেছি।” এই দুটি মামলার কারণেই তিনি নির্বাচন কমিশনের সামনে বিরোধী সাংসদদের ধরনায় উপস্থিত থাকতে পারেননি বলে তিনি জানান।

তিনি আরও বলেন, “যদিও আমার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে আমি দায়বদ্ধ নই, তবুও আমি জানি আমার বিরোধী এমন অনেকে আছেন যারা সমালোচনা করার সুযোগ খুঁজছেন।” তাদের উদ্দেশ্যে তিনি বলেন, গত নির্বাচনে হাজার চেষ্টার পরেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে ১ লক্ষ ৭৫ হাজার ভোটে জয়ী হয়েছেন এবং তার আনুগত্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঈশ্বরের প্রতি প্রশ্নাতীত।

উল্লেখ্য, গতকাল সাড়ে ১১টা নাগাদ রাহুল গান্ধী ও মহুয়া মৈত্রের নেতৃত্বে বিরোধী সাংসদরা নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাওয়ের জন্য যাত্রা শুরু করেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন যে, সেই সময় তিনি সুপ্রিম কোর্টে দলীয় গুরুত্বপূর্ণ মামলা নিয়ে সওয়াল করছিলেন।