মুর্শিদাবাদে বিপদসীমা পার গঙ্গার জলস্তর! বাংলাদেশকেও সতর্ক করল প্রশাসন

মুর্শিদাবাদের ফরাক্কা বাঁধ এলাকায় গঙ্গার জলস্তর বিপদসীমা অতিক্রম করেছে, যার ফলে সামশেরগঞ্জ, সুতি, ফরাক্কা এবং জলঙ্গিসহ একাধিক এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কায় রয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসন ইতিমধ্যে বাংলাদেশকে সতর্ক করেছে।
গঙ্গার জলস্তর: বর্তমান পরিস্থিতি
গত কয়েকদিন ধরেই সামশেরগঞ্জে গঙ্গার জলস্তর ক্রমাগত বাড়ছিল। বর্তমানে গঙ্গার আপস্ট্রিমে জলস্তর ২৭.১০ মিটারে পৌঁছেছে, যা বিপদসীমা (২২.২৫ মিটার) থেকে অনেকটাই উপরে। ডাউনস্ট্রিমেও জলস্তর ২৪.০১ মিটার উচ্চতায় বইছে। এই কারণে নিচু এলাকাগুলিতে জল ঢুকতে শুরু করেছে। সামশেরগঞ্জের উত্তর চাচন্ড এলাকায় সোমবার সকাল থেকেই রাস্তাঘাট জলের নিচে চলে গেছে।
ফরাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রবাহে ভারী বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ জলপ্রবাহ ব্যারাজের দিকে আসার কারণে জলস্তর আরও বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে অতিরিক্ত জল ছাড়তে হতে পারে।
প্রশাসনের তৎপরতা ও বন্যা পরিস্থিতি
টানা বর্ষণ এবং জলাধারের জল ছাড়ার ফলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। সামশেরগঞ্জ ব্লকের লোহাপুর, শিবনগরসহ একাধিক নতুন এলাকায় জল ঢুকতে শুরু করেছে। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রাত কাটাচ্ছেন।
জঙ্গিপুর মহকুমা শাসক, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া, ফরাক্কা ব্লকের বিডিও জুনায়েদ আহমেদ এবং ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা বন্যাপ্রবণ এলাকাগুলো পরিদর্শন করেছেন। তাঁরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।