লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেও টাকা পাননি? জানুন কী করবেন!

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্প শুরু করার পাশাপাশি পুরোনো প্রকল্পগুলোতেও নতুন সুবিধা যুক্ত করছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে যুক্ত হতে চলেছেন আরও বহু মহিলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ডিসেম্বর মাস থেকেই নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা জমা হবে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং নতুন সংযোজন
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মূলত ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ জাতিভুক্ত মহিলারা মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১২০০ টাকা করে পান। দীর্ঘদিন ধরে এই ভাতার পরিমাণ বাড়ানো হবে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল, কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা আসেনি।
সম্প্রতি এক সভায় মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ৯ লক্ষ ২৫ হাজার মহিলা এই প্রকল্পের সুবিধা ভোগ করছেন। তিনি আরও জানান, এই প্রকল্পে রাজ্যের প্রায় সব মহিলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অন্য রাজ্যগুলির প্রকল্পের তুলনায় অনেক উদার।
আবেদন ও ভাতা সংক্রান্ত ঘোষণা
গত ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে বহু মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন। তাদের অনেকেরই মনে প্রশ্ন ছিল, কবে থেকে তারা ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী নিজেই এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন যে, শেষ দুয়ারে সরকারে জমা পড়া আবেদনগুলির ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং বাকি ১০ শতাংশ কাজ শেষ হলেই অ্যাকাউন্টে টাকা জমা পড়া শুরু হবে। নতুন আবেদনকারীদের জন্য ডিসেম্বর মাস থেকে ভাতা প্রদান শুরু হবে। মুখ্যমন্ত্রী নিশ্চিত করে বলেছেন যে, একবার এই প্রকল্পে অন্তর্ভুক্ত হলে মহিলারা ২৫ বছর বয়স থেকে আজীবন এই সুবিধা পেতে থাকবেন।