মেট্রোস্টেশনে মহিলা যাত্রীকে হেনস্থা, দেখে পিছিয়ে গেলেন সবাই, রুখে দাঁড়াল এক প্রতিবাদী যুবক, দেখুন ভিডিও

প্রতিবাদ কি কেবল সামাজিক মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে, নাকি বাস্তবেও অন্যায়ের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবে? সম্প্রতি দিল্লি মেট্রোর একটি ভিডিও সেই প্রশ্ন আবারও সামনে এনেছে। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গিয়েছে, এক মেট্রো স্টেশনে এক পুরুষ এক মহিলা যাত্রীর গায়ে হাত তুললে এক যুবক প্রতিবাদ করতে এগিয়ে আসে এবং তাকে যোগ্য জবাব দেয়।

ভিডিওতে দেখা যায়, এক পুরুষ মহিলাকে হেনস্থা করছে। এই দৃশ্য দেখে এক তরুণ যুবক তৎক্ষণাৎ তার প্রতিবাদ জানায়। ওই পুরুষটির দিকে তেড়ে গিয়ে তাকে কিল, চড়, থাপ্পড় মেরে সে বুঝিয়ে দেয় যে প্রকাশ্যে এমন অন্যায় মেনে নেওয়া হবে না। যুবকের এই সাহসী প্রতিবাদ দেখে উপস্থিত বাকি যাত্রীরাও অবাক হয়ে যান।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে। একদল মানুষ দেশের রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, অন্যদিকে অনেকেই প্রতিবাদী যুবকের সাহসের প্রশংসা করেছেন। অনেকেই তাকে ‘আসল সুপারহিরো’ বলে অভিহিত করেছেন। ভিডিওটিতে দেখা যায়, যুবকটি ভয় না পেয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং মহিলাটির চুল ধরার মতো ঘটনার উপযুক্ত শাস্তি দিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Delhi meri Jaan! (@delhi.connection)

‘delhi.connection’ নামক একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে এবং ইতিমধ্যেই এটি লক্ষ লক্ষ মানুষ দেখেছেন। ভিডিওটির নিচে আসা মন্তব্যে বেশিরভাগ ব্যবহারকারীই যুবকের সাহসের প্রশংসা করেছেন এবং এমন প্রতিবাদী মানসিকতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। এই ঘটনা আবারও প্রমাণ করে যে, সমাজে অন্যায়ের বিরুদ্ধে একজন মানুষের প্রতিবাদও অনেক বড় পরিবর্তন আনতে পারে।