দিল্লির বিধানসভায় আয়োজিত স্পিকারদের সম্মেলন! উদ্বোধনে অমিত শাহ

ভারতের সংসদীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। আগামী ২৪ এবং ২৫ আগস্ট দিল্লির বিধানসভায় আয়োজিত হবে এক সর্বভারতীয় স্পিকারদের সম্মেলন। এই সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি বিধানসভার স্পিকার বিজেন্দর গুপ্তা এই খবর নিশ্চিত করেছেন।

বিধানসভার ইতিহাস নিয়ে প্রদর্শনী ও তথ্যচিত্র
সম্মেলনের অংশ হিসেবে, অমিত শাহ একটি বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করবেন, যেখানে দিল্লি বিধানসভার ইতিহাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি ও ছবি তুলে ধরা হবে। এই প্রদর্শনীতে বিপ্লবী ভগৎ সিংয়ের বিধানসভায় বোমা নিক্ষেপের ঐতিহাসিক ঘটনা, আইনগত নথি এবং লিখিত প্রমাণাদি স্থান পাবে।

এছাড়াও, বিধানসভার ঐতিহ্যকে সম্মান জানাতে একটি বিশেষ তথ্যচিত্র (ডকুমেন্টারি) দেখানো হবে। এই তথ্যচিত্রে মহাত্মা গান্ধীর তিনবার বিধানসভায় আগমন, সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ এবং ঠিক একশ বছর আগে শ্রী ভিঠলভাই প্যাটেলের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণের মতো ঐতিহাসিক মুহূর্তগুলিকে তুলে ধরা হবে।

আলোচনার বিষয়বস্তু এবং অংশগ্রহণকারী
এই সম্মেলনে ভারতের সংবিধান এবং সংসদীয় প্রতিষ্ঠান গঠনে ভিঠলভাই প্যাটেলের ভূমিকা, স্বাধীনতা আন্দোলনে স্পিকারদের ভূমিকা, এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভূমিকা নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা করা হবে।

দেশের ৩২টি রাজ্য বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকার এবং অন্যান্য আইনসভার সদস্যরা এই সম্মেলনে যোগ দেবেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করবেন।