মুক্তির আগেই ‘ধূমকেতু’ জ্বরে কাঁপছে বাংলা, আসছে কি ‘ধূমকেতু ২’? বিশেষ শর্ত দিলেন রানা

দীর্ঘ ১০ বছর পর বড় পর্দায় ফিরছে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি। তাঁদের আসন্ন ছবি ‘ধূমকেতু’র অ্যাডভান্স বুকিং ইতিমধ্যেই অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বাংলায় এই ছবিটি ‘ওয়ার ২’ এবং ‘কুলি’র মতো বড় বাজেটের সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছে। টিকিটের চাহিদা এতটাই বেশি যে, প্রেক্ষাগৃহগুলোকে শো টাইম বাড়াতে হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে, ছবিটি মুক্তির আগেই বক্স অফিসে ঝড় তুলেছে।

একটা সময় দেব-শুভশ্রী জুটি শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও চুটিয়ে প্রেম করেছেন। যদিও বিচ্ছেদের পরেই ‘ধূমকেতু’র শুটিং শুরু হয়েছিল। কিন্তু নানা জটিলতার কারণে ছবিটি এতদিন মুক্তি পায়নি। অবশেষে প্রায় এক দশক পর ছবিটি মুক্তি পেতে চলায় দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

ছবিটির ট্রেলার লঞ্চের সময় দেব এবং শুভশ্রী দুজনেই জানিয়েছিলেন যে, ভালো চিত্রনাট্য পেলে তাঁরা আবারও একসঙ্গে কাজ করতে রাজি আছেন। এই মন্তব্যের পর থেকেই দর্শকদের মনে আশা জেগেছে যে এই জুটিকে আবারও একসঙ্গে দেখা যাবে।

সম্প্রতি ‘ধূমকেতু’র দ্বিতীয় পর্ব বা সিক্যুয়েল আসার গুঞ্জন শোনা যাচ্ছে। সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদন অনুসারে, ছবির প্রযোজক রানা সরকার বলেছেন, “যদি ‘ধূমকেতু’ ৩০ কোটির বেশি ব্যবসা করে, তাহলে ‘ধূমকেতু ২’ বানাব।” যদিও তিনি এই মন্তব্যটি রসিকতা করেই করেছেন, তবে এর আগে সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি জানিয়েছিলেন যে ছবিটি ৩০ কোটির ব্যবসা করলে দেব-শুভশ্রী জুটিকে তিনি আবারও বড় পর্দায় ফিরিয়ে আনবেন। তবে সেই সময়ে তিনি এটি ‘ধূমকেতু’র দ্বিতীয় পর্ব হবে কিনা, তা স্পষ্ট করেননি।