“লোকসভা ভেঙে দিন, তারপর SIR করুন”- বিস্ফোরক চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক!

সাম্প্রতিক ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ (SIR) এবং নির্বাচন কমিশনের সদর দপ্তরের বাইরে বিক্ষোভের পর তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের শাসক দল ও নির্বাচন কমিশনকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন। মঙ্গলবার দিল্লির উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যদি SIR করতেই হয়, তাহলে আগে বর্তমান লোকসভা ভেঙে দিয়ে নতুন ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচন হোক।”
কেন এই বিক্ষোভ ও চ্যালেঞ্জ?
অভিষেক জানান, ডিজিটাল ভোটার তালিকা না পাওয়া এবং ‘জোরপূর্বক’ SIR চালু করার প্রতিবাদে তাঁদের দল শান্তিপূর্ণ মিছিল করেছিল। তিনি বলেন, “আমাদের মিছিলে প্রায় ৩০০ জন জনপ্রতিনিধি অংশ নিয়েছিলেন। কিন্তু পুলিশ আমাদের নির্বাচন কমিশনের সদর দপ্তরে ঢুকতে দেয়নি, বরং বর্বরভাবে আটকে দিয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আগের মিছিলেও একই ধরনের হামলা হয়েছিল, যা গণতন্ত্রের অধিকার খর্ব করার সামিল।
বিজেপিকে অভিষেকের পাল্টা চ্যালেঞ্জ
এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে পাল্টা আক্রমণ করে বলেন, “যদি কমিশনের সব দাবি আমাদের না মানা হয়, তাহলে এই একই ভোটার তালিকার ভিত্তিতে নির্বাচিত প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আগে পদত্যাগ করা উচিত। বিজেপি যে রাজ্যগুলিতে এই তালিকা ব্যবহার করে ক্ষমতায় এসেছে, সেখানে তাদেরও পদত্যাগ করানো হোক।”
তাঁর দাবি, যদি দৃষ্টান্ত স্থাপন করার সাহস থাকে, তাহলে আগে লোকসভা ভেঙে দিয়ে সারাদেশে নতুন ভোটার তালিকা তৈরি করে SIR করার পর নতুন করে নির্বাচন করা হোক।
দিল্লিতে অভিষেকের বৈঠক
অভিষেকের এই বিস্ফোরক মন্তব্যের পরই তিনি দিল্লিতে দলের সাংসদদের সঙ্গে একটি মধ্যাহ্নভোজ বৈঠকে যোগ দেন। তৃণমূলের পার্টি অফিসে অনুষ্ঠিত এই বৈঠকে বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত ছিলেন। বৈঠকে সাংসদদের আগামী দিনের কর্মসূচি, সংসদে কৌশল এবং কেন্দ্রের বিভিন্ন নীতির বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। রাজনৈতিক মহল মনে করছে, অভিষেকের এই মন্তব্য কেবল বিরোধী ঐক্যের বার্তা নয়, বরং বিজেপিকে সরাসরি রাজনৈতিক অস্বস্তিতে ফেলার একটি কৌশল।