প্রথম দিনেই AC লোকাল থেকে ধরা পড়লেন বিনা টিকিটের এক যাত্রী, দিতে হল জরিমানা

গত রবিবার উদ্বোধন হওয়ার পর সোমবার প্রথম বাণিজ্যিক যাত্রা শুরু করল রানাঘাট-শিয়ালদহ এসি লোকাল। পূর্ব ভারতের প্রথম এই এসি লোকাল ট্রেনটিকে ঘিরে যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তবে প্রথম দিনেই বিনা টিকিটে এক যাত্রী ধরা পড়ায় নতুন করে নজরদারির গুরুত্ব সামনে এসেছে।

সোমবার সকাল ৮টা ২৯ মিনিটে রানাঘাট স্টেশন থেকে যাত্রীদের নিয়ে ট্রেনটি ছাড়ে। রানাঘাট স্টেশনে সকাল থেকেই প্রচুর যাত্রী এই নতুন ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। টিকিট কেটে যাত্রীরা ট্রেনে উঠলেও, শিয়ালদহগামী ট্রেনে রোশন সিং নামে এক যাত্রী বিনা টিকিটে ভ্রমণ করছিলেন। টিকিট পরীক্ষক তার কাছে টিকিট দেখতে চাইলে তিনি অন্য কামরায় যাওয়ার চেষ্টা করেন, যা টিকিট পরীক্ষকের সন্দেহ বাড়ায়। এরপর তাকে আটক করা হয়।

রেল সূত্রে খবর, রোশন সিং টিকিট না কাটায় তার থেকে ২৮০ টাকা জরিমানা আদায় করা হয়। শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যেহেতু এসি লোকাল আজ প্রথম দিন বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করল, তাই তার থেকে সর্বনিম্ন জরিমানা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এই ধরনের ঘটনা রুখতে এসি লোকালে আরও কড়া নজরদারি চালানো হবে। প্রতিটি কামরায় টিকিট পরীক্ষক ও রেল পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার প্রথম দিনে রানাঘাট-শিয়ালদহ রুটে প্রায় ২৫০০ যাত্রী এই এসি লোকালে যাত্রা করেছেন, যদিও আসন সংখ্যা ১১২৫-এর মতো। রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত দৈনিক টিকিটের ভাড়া ১২০ টাকা এবং মাসিক ভাড়া ২,২০০ টাকা। এই ট্রেনে মেট্রোর মতোই এক কামরা থেকে অন্য কামরায় যাতায়াতের সুবিধা রয়েছে। এছাড়াও, প্রতিটি কোচে সিসিটিভি, জিপিএস নির্ভর এলইডি ডিসপ্লে এবং অ্যানাউন্সমেন্ট ও টকব্যাক সিস্টেমের মতো আধুনিক সুবিধা রয়েছে। রানাঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত এই ট্রেন ১০৩ মিনিটে (১ ঘন্টা ৪৩ মিনিট) পৌঁছবে, যা সাধারণ লোকালের চেয়ে প্রায় ৮ মিনিট কম।