মাছ ধরতে গিয়ে ফের বিপত্তি! ট্রলার-সহ ডুবল ১৪ জন মৎস্যজীবী, হইচই কাণ্ড রায়দিঘিতে

রায়দিঘি ফিশিং ঘাটের কাছে ফের একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ‘মা ত্রিপুরা সুন্দরী’ নামের এই ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন, তবে সৌভাগ্যবশত তাঁরা সকলেই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন। এই ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

কীভাবে ঘটল দুর্ঘটনা?
ট্রলার মালিক অলোক হালদার জানান, তেল ও বরফ বোঝাই করে মাঝ সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য ট্রলারটি প্রস্তুত ছিল। ভাটার সময় ট্রলারটি জেটির কাছেই ছিল। কিন্তু জোয়ার শুরু হলে ট্রলারটি ভেসে জেটিতে গিয়ে সজোরে ধাক্কা মারে, যার ফলে সেটি ডুবে যায়। এর আগেও একইভাবে ‘এফ বি মা অন্নপূর্ণা’ নামের আরেকটি ট্রলার রায়দিঘি ঘাটের কাছে ডুবে গিয়েছিল।

স্থানীয়দের ক্ষোভ ও দাবি
স্থানীয়দের মতে, রায়দিঘি ফিশিং জেটি অনেকটা প্রসারিত হওয়ায় বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাঁরা এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। ট্রলার মালিক অলোক হালদার এই ঘটনায় ভেঙে পড়েছেন, কারণ চলতি মরশুমে এটি তাঁর দ্বিতীয় ক্ষতিগ্রস্ত ট্রলার। এই ধরনের ঘটনা কেন বারবার ঘটছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ডুবে যাওয়া ট্রলারটিকে জল থেকে তোলার চেষ্টা চলছে।