পর পর তিন দিন ছুটি, দিঘায় ঢল নামবে পর্যটকদের! অতিরিক্ত ভিড়ের আশঙ্কায় প্রশাসন

আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস, যা এই বছর শুক্রবারে পড়েছে। এর সঙ্গে শনি ও রবিবার মিলিয়ে টানা তিন দিনের ছুটি পেয়ে দিঘায় পর্যটকদের ঢল নামার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসন ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা অনুমান করছেন, এবারের ভিড় আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। সমুদ্রস্নান, স্বাধীনতা দিবস উদযাপন এবং নতুন জগন্নাথ ধামের আকর্ষণ—সব মিলিয়ে এই শৈল শহরটিতে তিন দিন ধরে উৎসবের আমেজ থাকবে।
দিঘা হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন, জগন্নাথধাম সবার জন্য খুলে দেওয়ার পর থেকেই পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি বলেন, “এবারের দীর্ঘ ছুটিতে দিঘায় তিল ধারণের জায়গা থাকবে না।” ইতিমধ্যেই বহু হোটেলের বুকিং সম্পূর্ণ হয়ে গেছে এবং বাকিগুলোতেও দ্রুত বুকিং চলছে। যারা এখনো বুকিং করেননি, তাদের দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
প্রশাসনের একটি সূত্র জানায়, এই বিপুল ভিড় সামলাতে সৈকত, হোটেল এলাকা এবং বাজারে বাড়তি নজরদারি রাখা হবে। একই সঙ্গে হোটেলগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে কড়া ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা রয়েছে। হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনও এই বিষয়ে সহযোগিতা করছে। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের অভিযোগ জানানোর জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা থাকবে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ এলে অ্যাসোসিয়েশন নিজেই ব্যবস্থা নেবে।
বৃষ্টির এই মরসুমে ইলিশের চাহিদা খুব বেশি। দিঘার হোটেল ও রেস্তোরাঁগুলোতে পর্যটকদের জন্য বিশেষ মেনুতে ইলিশ ভাজা, পাতুরি, পমফ্রেট মসলা ফ্রাই, ভেটকি মালাইকারি এবং বড় চিংড়ির ভুনা-সহ বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার পরিবেশন করা হবে। অনেক রেস্তোরাঁয় ‘সি ফুড’ ফেস্টিভ্যালের আয়োজনও করা হচ্ছে। এই আয়োজনগুলো পর্যটকদের ছুটির আনন্দ বাড়িয়ে তুলবে।
এছাড়াও মেরিন ড্রাইভ, উদয়পুর সৈকত, সায়েন্স সিটি এবং শংকরপুরেও প্রচুর ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশাসন জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণে পুলিশ, সিভিক ভলান্টিয়ার এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সব সময় মোতায়েন থাকবে। পুলিশের ইউনিফর্ম ছাড়াও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে পর্যটন কেন্দ্রগুলোতে।