রাজ্য সরকারি সংস্থার ‘ডিরেক্টর’ ছিলেন বিভাস! ভুয়ো থানা-কাণ্ডে ধৃত বিভাসের কীর্তি শুনলে চমকে যাবেন

ভুয়ো থানা খুলে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিভাস অধিকারীকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। নয়ডা পুলিশের তদন্তে জানা গেছে, এই বিভাস অধিকারী এক সময় রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। নিয়োগ দুর্নীতি মামলায় যার নাম জড়িয়েছিল, সেই বিভাসের ছেলে অর্ঘ্য অধিকারীকেও এই একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
নয়ডা পুলিশ সূত্রে খবর, ‘ওয়েস্ট বেঙ্গল স্টেট ওয়্যারহাউস কর্পোরেশন’-এর নন-অফিশিয়াল ডিরেক্টর হিসেবে বিভাস অধিকারীর নাম ছিল। সরকারি এই সংস্থার ওয়েবসাইটে বোর্ড অফ ডিরেক্টরসের তালিকায় তার নাম জ্বলজ্বল করছে। ৯ জন আমলার সঙ্গে এই তালিকায় বিভাসের নামও রয়েছে। এই পদটি তিনি বেশ কয়েক বছর ধরে ধরে রেখেছেন বলে জানা গেছে। চলতি বছরের ৫ মার্চ ওই কর্পোরেশনের একটি বৈঠকের সরকারি নথিতেও তার নাম উল্লেখ রয়েছে। এই পদের অপব্যবহার করে তিনি গাড়িতে নীল বাতি ব্যবহার করতেন এবং ড্যাশবোর্ডে তার পদ লিখে রাখতেন বলে অভিযোগ উঠেছে।
ভুয়ো থানা কাণ্ডে বিভাসকে জেরা করে নয়ডা পুলিশ জানতে পেরেছে যে, তিনি প্রাথমিকভাবে এই ভুয়ো থানাটি পশ্চিমবঙ্গে খুলতে চেয়েছিলেন। কিন্তু, যে ট্রাস্টের নামে থানা খোলার পরিকল্পনা ছিল, সেটির অনুমতি রাজ্য থেকে পাননি। তখন এক এজেন্টের পরামর্শে তিনি এবং তার ছেলে উত্তরপ্রদেশের নয়ডায় চলে যান, যেখানে এই নামে থানা খোলার ব্যবস্থা করে দেওয়া হয়।
ইতিমধ্যেই নয়ডা পুলিশ এ রাজ্যে বিভাসের নামে চালু থাকা এনজিও-র তথ্য সংগ্রহ করেছে। এই তদন্তের সূত্র ধরে নয়ডা পুলিশের একটি দল পশ্চিমবঙ্গে আসতে পারে বলে জানা গেছে। এই ভুয়ো থানার কর্মকাণ্ড কলকাতা শহরেও ছড়িয়ে পড়েছিল বলে পুলিশ অনুমান করছে।