ভালোবাসার দশ বছর! প্রয়াত প্রেমিকের স্মৃতিতে সাজলেন অভিনেত্রী, দেখুন ছবি

দেখতে দেখতে কেটে গেল দশটি বছর। অভিনেত্রী মৌমিতা পণ্ডিত (Moumita Pandit) সম্প্রতি তাঁর প্রয়াত প্রেমিক অরিদীপ্ত ঘোষের সঙ্গে ভালোবাসার দশম বার্ষিকী উদযাপন করলেন। অরিদীপ্ত আজ আর তাঁর পাশে নেই, কিন্তু তাঁর স্মৃতি আর ভালোবাসা আজও মৌমিতার জীবনে সমানভাবে উজ্জ্বল।
ভালোবাসার উৎসবে কাছের মানুষেরা
অরিদীপ্তকে স্পর্শ করতে না পারলেও তাঁর উপস্থিতি অনুভব করে, তাঁকে ঘিরেই মৌমিতা এই বিশেষ দিনটি উদযাপন করেছেন। ভালোবাসা মানুষের কাছের মানুষদের ডেকে তিনি গল্প, আড্ডা এবং গান-বাজনার মধ্য দিয়ে দিনটি পালন করেন। খোপায় ফুল গুঁজে, চোখে কাজল পরে তিনি সাজলেন সেই ভালোবাসার মানুষটির জন্যই, যিনি আজ শুধু স্মৃতিতে বেঁচে আছেন।
অনুষ্ঠান শেষে লাইভে এসে মৌমিতা জানান, তিনি সব সময় অরিদীপ্তের উপস্থিতি অনুভব করেন। তাঁর ভালোবাসা যে অন্তহীন, সেই কথাই তিনি বারবার তুলে ধরেন। মৌমিতার এই আবেগঘন কথা শুনে তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরাও আবেগপ্রবণ হয়ে পড়েন এবং অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। মৌমিতার এই ভালোবাসার প্রতি তাঁদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন।