বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা ইস্যুতে সংসদে সরব জুন মালিয়া, কী বললেন তৃণমূল সাংসদ?

বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা বলে উল্লেখ করায় দিল্লি পুলিশের বিরুদ্ধে সংসদে সরব হলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। সোমবার লোকসভায় তিনি এই ঘটনাকে ‘ভুল’ এবং ‘সংবিধান-বিরোধী’ বলে অভিহিত করেছেন।
জুন মালিয়া বলেন, “সম্প্রতি বাংলা বলার জন্য দিল্লিতে কয়েকজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দিয়েছে।” তিনি জোর দিয়ে বলেন যে ভারতের সংবিধানের অষ্টম তফসিল অনুযায়ী স্বীকৃত ২২টি ভাষার মধ্যে বাংলা অন্যতম এবং ‘বাংলাদেশি’ বলে কোনো ভাষা নেই।
তিনি এই ধরনের ভুলকে সচেতনতার অভাবের প্রতিফলন বলে উল্লেখ করেন, যা বাংলাভাষীদের বিরুদ্ধে বৈষম্যকে উৎসাহিত করে। তিনি বলেন, “এটি সংবিধানের ৩৪৩ অনুচ্ছেদেরও পরিপন্থী। শুধু তাই নয়, এই ধরনের মন্তব্য আমাদের ভাষাগত বৈচিত্র্যকে অসম্মান করে।” জুন মালিয়া সংশ্লিষ্ট মন্ত্রককে অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে নজর দেওয়ার আবেদন জানান।
উল্লেখ্য, কয়েকদিন আগে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহে ৮ জনকে আটক করে। তাদের কাছ থেকে বাংলা ভাষায় লেখা কিছু নথি বাজেয়াপ্ত করা হয়। সেই নথিগুলোর তথ্য যাচাইয়ের জন্য একজন অনুবাদকের প্রয়োজন ছিল। এই উদ্দেশ্যে দিল্লি পুলিশ বঙ্গভবনে একটি চিঠি পাঠায়, যেখানে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ ভাষা হিসেবে উল্লেখ করা হয়। এই ঘটনা সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে বিজেপিকে আক্রমণ করেন।