‘ভুয়ো থানা’-ইন্টারপোল স্টিকারে তোলাবাজি বাংলাতেও, প্রাক্তন TMC নেতার একাধিক কীর্তি ফাঁস

নয়ডায় ভুয়ো থানা খোলার অভিযোগে গ্রেফতার হওয়া বীরভূমের বাসিন্দা বিভাস অধিকারীর বিরুদ্ধে এবার কলকাতার বেলেঘাটায় আরেকটি প্রতারণার ফাঁদ পাতার অভিযোগ সামনে এসেছে। নয়ডা পুলিশের তদন্তে চাঞ্চল্যকর এই তথ্য ফাঁস হয়েছে। জানা গেছে, বিভাস এবং তার ছেলে বেলেঘাটার বুকে একটি নকল থানা খুলে তোলাবাজির কারবার চালাচ্ছিল।

পুলিশ সূত্রে খবর, গত জুলাই মাসে বেলেঘাটার সিআইটি রোডের একটি বাড়ির তিনতলা ভাড়া নিয়েছিল বিভাস। সেখানে ‘ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড জাস্টিস’ নামের একটি ভুয়ো সংস্থার অফিস খোলা হয়েছিল। অফিসের দরজায় ‘ইউএস ইন্টারপোল’ লেখা স্টিকার লাগানো ছিল। এমনকি, বিভাসের ছেলেও তার গাড়িতে একই ধরনের স্টিকার ব্যবহার করত এবং এই গাড়ি ব্যবহার করেই তোলাবাজি চালাত।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিভাসের বেলেঘাটার অফিসটি নিরাপত্তারক্ষীরা কোমরে আগ্নেয়াস্ত্র নিয়ে পাহারা দিত। সেখানে নিয়মিত বিভিন্ন দামি গাড়ির আনাগোনা ছিল। তবে হঠাৎ করেই একদিন রাতে সেই অফিস বন্ধ করে দেওয়া হয় এবং সাইনবোর্ড খুলে ফেলা হয়। বাড়ির মালিক অরুণ ঘোষ পুলিশকে জানিয়েছেন, বিভাস প্রতি মাসে ৪০ হাজার টাকা ভাড়া দিত।

তদন্তকারীরা বলছেন, ‘ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশাল জাস্টিস’-এর নামে বিভাস বিভিন্ন ব্যক্তিকে নোটিস পাঠিয়ে ভয় দেখিয়ে টাকা তুলত। বর্তমানে বিভাসকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তকারীরা আশাবাদী যে তাকে জেরা করে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে।

উল্লেখ্য, বিভাস অধিকারীর বিরুদ্ধে প্রথম অভিযোগ সামনে আসে নয়ডার সেক্টর ৭০-এ একটি ভুয়ো থানা খোলার ঘটনায়। ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন’ নামের সাইনবোর্ড লাগিয়ে তারা সেখানে প্রতারণার জাল বিছিয়েছিল। এই চক্রটি ‘www.intlpcrib.in’ নামের একটি ওয়েবসাইট ব্যবহার করে ভুয়ো পরিচয়পত্র এবং নথি দেখিয়ে সাধারণ মানুষকে ঠকাত।

বিভাসের অতীত ইতিহাসও বেশ বিতর্কিত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর তার নাম সামনে আসে। একসময় তিনি বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন। প্রাক্তন শিক্ষামন্ত্রী মানিক ভট্টাচার্য এবং অনুব্রত মণ্ডলের সঙ্গেও তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে জানা যায়। তবে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর বিভাস তৃণমূল ছেড়ে ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ নামে একটি নতুন দল গঠন করে।

নয়ডার পর এবার কলকাতার বুকে বিভাসের প্রতারণার জাল ধরা পড়ায় তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের বিস্তার আরও গভীর হতে পারে।