ফের জালে সিভিক! গুদাম থেকে উদ্ধার কোটি টাকার চুল ভর্তি ট্রাক, তারপর যা হল? গ্রেফতার ৪

নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ১,৫০০ কেজি চুল বোঝাই একটি ট্রাক হাইজ্যাক করার অভিযোগে এক সিভিক ভলান্টিয়ার সহ তিনজনকে গ্রেফতার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনাটি নদিয়া জেলার নাকাশিপাড়া থানার ভোলাডাঙ্গা এলাকায় ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিভিক ভলান্টিয়ার মোসারফ হালসানা, মূল চক্রী হাসিবুল শেখ এবং ইঞ্জিন ভ্যানের চালক চাইরুদ্দিন শেখকে।
কীভাবে ঘটল এই ডাকাতি?
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে ২৯ বস্তা চুল এবং ১৭ বস্তা ভাঙা মোবাইল নিয়ে হাওড়া থেকে একটি ট্রাক বেলডাঙার উদ্দেশ্যে রওনা দেয়। চুলের বাজারমূল্য ছিল প্রায় ১ কোটি টাকা। ভোররাতে নাকাশিপাড়া থানা এলাকায় একটি ছোট গাড়ি ওই ট্রাকটির পথ আটকায়। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় এবং ট্রাক চালককে জোর করে গাড়িতে তুলে শান্তিপুরের কাছে নামিয়ে দেয়।
এরপর হাইজ্যাককারীরা ট্রাকটি ভোলাডাঙা এলাকায় একটি ইটভাটার কাছে নিয়ে যায়। সেখানে তারা ট্রাক থেকে চুল ও ভাঙা মোবাইলের বস্তা নামিয়ে একটি ইঞ্জিন ভ্যানে চাপিয়ে সিভিক ভলান্টিয়ার মোসারফ হালসানার গুদামে নিয়ে যায়।
যেভাবে ধরা পড়ল অভিযুক্তরা
ট্রাক চালকের অভিযোগের ভিত্তিতে নাকাশিপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করে। ট্রাকে থাকা জিপিএস ট্র্যাকারের মাধ্যমে পুলিশ জানতে পারে যে ট্রাকটি দীর্ঘক্ষণ ধরে ভোলাডাঙ্গার একটি ইটভাটার কাছে দাঁড়িয়েছিল। সিসিটিভি ফুটেজ এবং গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিশ্চিত হয় যে মূল চক্রী হাসিবুল শেখ এবং সিভিক ভলান্টিয়ার মোসারফ হালসানা এই ঘটনায় জড়িত। এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে।
তবে, এখনও পর্যন্ত লুট করা চুল ও মোবাইল উদ্ধার করা যায়নি। পুলিশের ধারণা, এই ঘটনার পিছনে একটি বড় চক্র সক্রিয় রয়েছে এবং এই তিনজন ছাড়াও আরও অনেকে জড়িত থাকতে পারে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।