ভারতের ওপর শুল্ক বাড়িয়ে ৫০% করল আমেরিকা, আর চিনকে ট্যারিফ নিয়ে বড় স্বস্তি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের ওপর শুল্ক কার্যকর করার সময়সীমা ৯০ দিন বাড়িয়েছেন। রয়টার্সের এক রিপোর্টে হোয়াইট হাউসের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য জানানো হয়েছে। চিনা পণ্যের ওপর মার্কিন শুল্ক বাড়ানোর জন্য ১২ আগস্টের সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এই সময়সীমা বাড়িয়েছেন।
সম্প্রতি ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে ভারত রাশিয়ার চেয়ে বেশি তেল কিনলেও কেন চিনের ওপর শুল্ক আরোপ করা হচ্ছে না, কিন্তু তিনি সেই প্রশ্নের কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। একই সঙ্গে, রাশিয়ার থেকে আমেরিকা ইউরেনিয়াম কিনছে কিনা, সে বিষয়েও তিনি অবগত নন বলে দাবি করেছিলেন।
এর আগে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্সও একটি সাক্ষাৎকারে চিনের ওপর শুল্ক আরোপের বিষয়ে প্রশ্নের জবাবে বলেছিলেন যে প্রেসিডেন্ট বিষয়টি নিয়ে ভাবছেন, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, চিনের সঙ্গে সম্পর্ক জটিল এবং এটি অন্যান্য অনেক বিষয়ের উপর প্রভাব ফেলে।
গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প চিনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক বাড়িয়েছিলেন, যার জবাবে চিনও যুক্তরাষ্ট্র থেকে আমদানির ওপর ১২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করে। তবে জেনেভায় আলোচনার পর উভয় পক্ষই অস্থায়ীভাবে শুল্কের হার হ্রাস করতে সম্মত হয়েছিল। গত জুনে লন্ডনে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠকও হয়।
বর্তমানে, ট্রাম্প প্রশাসন চিনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে বলেছিলেন যে তিনি চিনের সহযোগিতার প্রশংসা করেন এবং ‘আমরা দেখব কী হয়’। এই নতুন সিদ্ধান্তটি বাণিজ্য আলোচনায় আরও সময় দেওয়ার একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।