মুনিরের পর এবার ভারতকে হুমকি বিলাওয়াল ভুট্টোর, বললেন…..

ভারতের বিরুদ্ধে পরমাণু হামলার হুমকির একদিন পরই পাকিস্তানের প্রাক্তন বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। সিন্ধু প্রদেশের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, সিন্ধু নদের জল সরবরাহ বন্ধ করে দিলে তা পাকিস্তানের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার ওপর হামলা হবে।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে ভারত ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তি পুনরায় চালু করবে না। এর আগে ২২শে এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করে দিয়েছিল। বিলাওয়ালের দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি সিন্ধু নদে জল প্রকল্পের ঘোষণা করেন, তাহলে তা পাকিস্তানের জল সরবরাহে বাধা দেবে এবং এটি পাকিস্তানের ‘জল আগ্রাসন’ হিসেবে বিবেচিত হবে।

বিলাওয়াল ভুট্টো বলেন, বিদেশ সফরে তিনি ভারতের এই জল আগ্রাসন নিয়ে বিভিন্ন ফোরামে আলোচনা করেছেন। তাঁর মতে, এটি চলতি বছরের মে মাসে সামরিক সংঘর্ষে ভারতের বিপর্যয়ের প্রতিশোধ। তিনি আরও বলেন, সিন্ধু নদের সুরক্ষায় সবসময় সিন্ধুর জনগণ এগিয়ে এসেছে এবং ভারতের সঙ্গে কোনো যুদ্ধ হলে মোদীর মোকাবিলা করার শক্তি পাকিস্তানের জনগণের রয়েছে। তিনি ভারতকে সতর্ক করে বলেন, “আরও একটি যুদ্ধ হলে পাকিস্তান তার ছয়টি নদীর সবকটি পুনরুদ্ধার করবে।”

এর আগে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও ভারতকে পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সিন্ধু সিস্টেমের কোনো নদীর ওপর ভারত বাঁধ তৈরি করলে পাকিস্তান তা ১০টি মিসাইল দিয়ে উড়িয়ে দেবে। আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মুনির হুমকি দিয়েছিলেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমাদের মনে হয় যে আমরা কোনো যুদ্ধে হেরে যাচ্ছি, তাহলে আমরা অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব।” এই মন্তব্যের পরই বিলাওয়াল ভুট্টোর নতুন হুমকি ভারত-পাকিস্তান সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে।