ডাকাডাকিতেও নেই সাড়া…! শহরের হোটেলে BSF জওয়ানের রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ

কলকাতার ভিআইপি রোডে হলদিরামের কাছে একটি হোটেল থেকে মঙ্গল ভিলান (৪৩) নামে এক বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পাঞ্জাবের বাসিন্দা হলেও দিল্লির সিজিও কমপ্লেক্সে কর্মরত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মদ্যপানের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে এই ঘটনা একাধিক রহস্যের জন্ম দিয়েছে।
কেন কলকাতায় এলেন জওয়ান?
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই মঙ্গল ভিলান এক মাসের ছুটিতে পাঞ্জাবের বাড়িতে গিয়েছিলেন। এরপর ৩ অগাস্ট তাঁর কলকাতায় আসার খবর পাওয়া যায়। এই মাসের ৭ তারিখে তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি কাজে যোগ না দিয়ে কলকাতায় আসেন এবং ওই হোটেলে থাকতে শুরু করেন। প্রশ্ন উঠেছে, দিল্লিতে কর্মরত একজন বিএসএফ জওয়ান ছুটিতে থাকাকালীন কেন কলকাতায় এসেছিলেন? তিনি কি কারও সঙ্গে দেখা করতে এসেছিলেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? পুলিশ এই সব দিক খতিয়ে দেখছে।
কীভাবে মৃত্যু হল?
হোটেল কর্মীদের বয়ান অনুযায়ী, গত দু’দিন ধরে মঙ্গল ভিলানকে তার ঘরের বাইরে দেখা যায়নি। মঙ্গলবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় কর্তৃপক্ষের। এরপর পুলিশকে খবর দিলে, পুলিশ এসে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। তদন্তে জানা যায়, তিনি নিয়মিত মদ্যপান করতেন এবং তার ঘর থেকে একাধিক মদের বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মদ্যপানের ফলেই তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়ার জন্য মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।