‘তিলোত্তমার বাবা মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন’, ভিডিয়ো দিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ

সম্প্রতি এক মর্মান্তিক ঘটনায় নিহত তিলোত্তমার বাবা সিবিআই তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেছেন, “সিবিআই-কে টাকা খাইয়েছে রাজ্য সরকার, কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছে।” এই মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি তাঁর সামাজিক মাধ্যম ‘এক্স’-এ তিলোত্তমার বাবার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন।

কুণাল ঘোষ একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন, যেখানে তিলোত্তমার বাবাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। সেই ক্লিপটি শেয়ার করে কুণাল লেখেন, “মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে।” তিনি আরও বলেন, “এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন তথ্যে?”

কুণাল ঘোষ তাঁর পোস্টে জোর দিয়ে বলেন যে, তাঁর নিজের বিরুদ্ধেই সিবিআই-এর দুটি মামলা চলছে এবং তিনি নিজেই আইনি লড়াইয়ে জড়িয়ে আছেন। এমন পরিস্থিতিতে তাঁর পক্ষে কীভাবে সিবিআই-এর সঙ্গে ‘সেটেলমেন্ট’ করা সম্ভব, সেই প্রশ্ন তোলেন তিনি। তিনি আরও বলেন, “সবাই জানে সিবিআই-কে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান। আপনার প্রতি সম্মান, সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার।”

প্রথম থেকেই তিলোত্তমার বাবা-মা সিবিআই তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছেন এবং আদালতেও এ বিষয়ে প্রশ্ন তুলেছেন। এবার তাঁদের অভিযোগ, রাজ্য সরকার সিবিআই-এর সঙ্গে সমঝোতা করেছে এবং সেই সমঝোতায় কুণাল ঘোষ মধ্যস্থতা করেছেন।

এর আগেও কুণাল ঘোষ তিলোত্তমার বাবা-মায়ের প্রতি সম্মান রেখেই মন্তব্য করেছিলেন যে, তাঁরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে কাজ করছেন। এবার তিনি আরও জোরালোভাবে সেই দাবি তুলে ধরলেন। এই পাল্টাপাল্টি অভিযোগের ফলে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।