বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্রের রহস্যমৃত্যু! ‘খুন করা হয়েছে’-দাবি পরিবারের, তদন্তে পুলিশ

হাওড়ার সাঁকরাইলে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ডাইভিং পুল থেকে কপিল কুমার (১৯) নামে এক ছাত্রের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও, মৃতের পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ আনা হয়েছে। মৃত ছাত্র হিমাচল প্রদেশের বাসিন্দা। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, কপিল কুমার গত ছয় মাস আগে এই কলেজে ভর্তি হয়েছিলেন। শনিবার রাতে কলেজ কর্তৃপক্ষ কপিলের পরিবারকে ফোনে তাঁর মৃত্যুর খবর জানায়। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, জলে ডুবে কপিলের মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রবিবার রাতে মৃতের পরিবারের সদস্যরা হাওড়ায় পৌঁছান।

হাওড়ায় পৌঁছেই কপিলের দিদি পুলিশের কাছে বিস্ফোরক দাবি করেন। তাঁর অভিযোগ, ভাইকে খুন করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, কপিল ভালো সাঁতার জানতেন, তাই ডাইভিং পুলে ডুবে তাঁর মৃত্যু হতে পারে, এমনটা তাঁরা মানতে নারাজ। তাঁরা ইতিমধ্যেই সাঁকরাইল থানায় একটি খুনের মামলা দায়ের করেছেন।

পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এবং কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের অনিন্দিতা চক্রবর্তী বলেন, “আমাদের পক্ষ থেকে ছাত্রের পরিবারকে সব রকম সহযোগিতা করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে।”

এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে চাঞ্চল্য ছড়িয়েছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পুলিশের তদন্তের পরেই এই রহস্যমৃত্যুর আসল কারণ জানা যাবে।