বাড়ির গেট খুলে ঢুকছে অচেনা কেও…! ছেলেধরা নাকি? গণপিটুনি মহিলাকে, হুলুস্থুল কাণ্ড বসিরহাটে

ছেলেধরা সন্দেহে এক মহিলাকে আটক করে হেনস্থা করলেন উত্তর ২৪ পরগনার বসিরহাটের দণ্ডীরহাট এলাকার বাসিন্দারা। পরে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় উত্তেজিত জনতা, বিশেষ করে মহিলারা, পুলিশের গাড়ির পিছনে ধাওয়া করেন। এই ঘটনায় দণ্ডীরহাট স্টেশনপাড়ায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার বিবরণ ও গ্রামবাসীদের অভিযোগ
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা এলাকার একটি বাড়িতে ঢুকে পড়েন। অপরিচিত মহিলাকে এভাবে হঠাৎ করে বাড়ির ভেতরে ঢুকতে দেখে পাশের বাড়ির এক মহিলা চিৎকার শুরু করেন। তার চিৎকারে বাড়ির লোকজন এবং এলাকার মানুষ জড়ো হয়ে ওই মহিলাকে ধরে ফেলেন।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই মহিলা এর আগেও বেশ কয়েকটি বাড়িতে ঢোকার চেষ্টা করেছেন, কিন্তু তখন তাকে ধরা সম্ভব হয়নি। আজ আবার একইভাবে একটি বাড়িতে ঢুকতে গেলে তাকে হাতেনাতে ধরে ফেলা হয়। ক্ষিপ্ত গ্রামবাসীদের দাবি, ওই মহিলা শিশু চুরি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে বাড়িতে ঢুকেছিলেন।
পুলিশি উদ্ধার ও গণরোষ
ঘটনার খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা জনরোষ থেকে ওই মহিলাকে উদ্ধার করে এবং নিজেদের গাড়িতে তোলে। কিন্তু পুলিশ যখন গাড়ি নিয়ে গ্রাম থেকে বের হচ্ছিল, তখন উত্তেজিত জনতা, বিশেষ করে গ্রামের মহিলারা, চিৎকার করতে করতে পুলিশের গাড়ির পিছনে ধাওয়া করতে শুরু করেন। পুলিশ কোনোক্রমে পরিস্থিতি সামাল দিয়ে ওই মহিলাকে এলাকা থেকে বের করে নিয়ে যায়।
পুলিশ এখন আটক ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। ছেলেধরা গুজবে গণপিটুনির এই ঘটনা আবারো প্রমাণ করে, গুজব কীভাবে মানুষের মধ্যে উত্তেজনা ও হিংসার জন্ম দেয়।