SIR বিরোধী বিক্ষোভে দিল্লির রাস্তায় ধুন্ধুমার৷ ধস্তাধস্তিতে সংজ্ঞাহীন তৃণমূল সাংসদ, এগিয়ে এলেন রাহুল, দেখুন ভিডিও

ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দিল্লির রাস্তায় পুলিশের সঙ্গে বিরোধী দলগুলির সাংসদদের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ধস্তাধস্তির মধ্যে পড়ে তৃণমূল সাংসদ মিতালি বাগ অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন। সেই সময় তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী সহ বিরোধী শিবিরের অন্য সাংসদরা তাঁকে ধরে গাড়িতে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
বিহার, এবং অন্যান্য রাজ্যে নির্বাচন কমিশনের এসআইআর কর্মসূচি নিয়ে বিরোধীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে আজ বিরোধী দলগুলির জোট ‘ইন্ডিয়া’-র সাংসদরা দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করার কর্মসূচি নিয়েছিলেন।
তবে কমিশনের দফতরের দিকে এগোতেই দিল্লি পুলিশ তাঁদের পথ আটকে দেয়। পুলিশি বাধার মুখে পড়তেই শুরু হয় তুমুল সংঘর্ষ। পুলিশ বিক্ষোভ সামাল দিতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এই ঘটনার ভিডিওতে দেখা যায়, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব পুলিশের ব্যারিকেড টপকানোর চেষ্টা করছেন। রাহুল গান্ধী সহ একাধিক সাংসদকে পুলিশ আটক করে।
#WATCH | Lok Sabha LoP Rahul Gandhi and others help TMC MP Mitali Bagh, who fainted during the opposition protest and the resulting detention by the police. pic.twitter.com/5Rpw67O8P2
— ANI (@ANI) August 11, 2025
এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ অসুস্থ হয়ে পড়েন। তাঁর এই অবস্থা দেখে রাহুল গান্ধী এবং অন্যান্য বিরোধী সাংসদরা দ্রুত তাঁকে সাহায্য করতে এগিয়ে যান এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এই ঘটনা দিল্লির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং পুলিশি পদক্ষেপের তীব্র নিন্দা করা হয়েছে।